
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক শিল্পী, সংগঠক, কবি ও বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বিপ্লব জলদাস, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, সদস্য রুনা চৌধুরী প্রমূখ।
এ সময় বোয়ালখালী থানার নবাগত অফিসার ইনচার্জকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষা এবং (ওসি)’র যথাযথ দায়িত্ব পালনে সফলতা কামনা করেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ।
Leave a Reply