বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা রইস উদ্দিনকে গাজীপুরে পিটানো ও কারাগারে মৃত্যুর ঘটনা সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সারাদেশের মত বোয়ালখালীতে সড়ক অবরোধ করেছে আহলে সুন্নত ওয়াল জামা’আত।
সোমবার (০৫ মে) সকাল ৯ টায় থেকে ১২ টা পর্যন্ত উপজেলার আরাকান সড়কের গোমদণ্ডী ফুলতল মোড়ে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে বোয়ালখালীর আরকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ মানুষ। আন্দোলনকারীরা বলছেন, কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি দেয়া হয়। তবে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা যায়নি।
পরে অবরোধ কর্মসূচি শেষে ফুলতল মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পৌর সদর প্রদক্ষিণ করেন অবরোধকারীরা।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘ভয়ংকর হয়ে উঠেছে মব ভায়োলেন্স। সরলতার সুযোগ নিয়ে নিরীহ আলেমদের পিটিয়ে মারা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী কাদের কথায় এসব অপরাধকে আশ্রয় দিচ্ছেন?
বক্তারা হুশিয়ারি করে দিয়ে আরও বলেন, ‘যদি দ্রুত পদক্ষেপ না নেন তাহলে এদেশের শান্তি প্রিয় মানুষ আবারো রাস্তায় নামবে, আরেকটি ৫ আগস্টের পুনরাবৃত্তি ঘটে যাবে।’
বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট বোয়ালখালী শাখার সেক্রেটারি আখতার হোসেন তালুকদার, এস এম জসিম উদ্দিন, সোহাইল আজাদ, জাহাঙ্গীর আলম, আবদুর রশিদ, জেলা ছাত্রসেনার সহ-সভাপতি আরিফুল ইসলাম, উপজেলার শাখার নঈম উদ্দিন, মামুন উদ্দিন মেম্বার, আবু তৈয়ব তাহেরী রোকন প্রমুখ।
উল্লেখ্য, গত ২৭শে এপ্রিল মিথ্যা অভিযোগে গাজীপুরের পুবাইলে তাকে পিটুনি দেয় স্থানীয়রা। এ সময়ে তাকে হেনস্তার পাশাপাশি গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়।খবর পেয়ে পরে পুবাইল থানা পুলিশ তাকে উদ্ধার করে। পরদিন কারাগারে মারা যান তিনি।
Leave a Reply