বোয়ালখালী প্রতিনিধি
কর্ণফুলী নদীতে অবৈধভাবে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়েছে বোয়ালখালী উপজেলা মৎস্য বিভাগ। শনিবার দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে প্রায় ৩৫০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কর্ণফুলী নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হয়। অভিযানে অংশ নেয় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও থানা পুলিশের একটি দল।
অভিযানকালে জব্দ করা কারেন্ট জালের বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা। পরে এসব অবৈধ জাল কর্ণফুলীর কালুরঘাটের পূর্বপাড়ে স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান বলেন, “হালদা নদীতে মার্চ থেকে জুলাই মাসের মধ্যে মা মাছ ডিম দিয়ে থাকে। বিশেষ করে অমাবস্যা ও পূর্ণিমার সময় ঝড়-বৃষ্টির মধ্যেই ডিম ছাড়ার উপযুক্ত পরিবেশ তৈরি হয়। বর্তমানে মা মাছগুলো ডিম ছাড়ার জন্য প্রস্তুত থাকলেও পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় এখনো ডিম ছাড়েনি। এই প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়া সুরক্ষায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।”
তিনি আরও বলেন, “কারেন্ট জাল মাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ ধরনের জাল ব্যবহার সম্পূর্ণ অবৈধ। এসব জাল জব্দ করে স্থানীয়ভাবে ধ্বংস করার নিয়ম রয়েছে।”
Leave a Reply