মোঃ শেখ ফরিদ, মিরসরাই প্রতিনিধি।
মিরসরাইয়ে আগুনে গো-খাদ্য ভর্তি একটি খড়ের ঘর পুড়ে ছাঁই হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উপজেলার বামুনসুন্দর গ্রামে।
স্থানীয় সূত্রথেকে জানাগেছে উপজেলার ৭ নং কাটাছরা ইউনিয়নের (নতুন পাড়া) উত্তর বামুনসুন্দর গ্রামের নবী সওদাগরের বাড়ির খড়ের ঘরে সোমবার রাতে আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।তবে এরই মধ্যে খড়ের ঘরটি পুড়ে ছাঁই হয়ে যায়।
ক্ষতিগ্রস্থ খড়ের ঘরের মালিক নবী সওদাগর জানান,তার ২ টি গরুর এবং ছাগল ও খাদ্য সংরক্ষিত রাখা খড়ের ঘরটি আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে । তিনি ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনানুগ প্রতিকার দাবি জানিয়েছেন।
ছাত্রদল নেতা ওমর ফারুক শাকিল জানান সোমবার দিবাগত রাত ৩ টায়, উত্তর বামুনসুন্দর নতুন পাড়া নবী সওদাগরের বাড়ির খড়ের ঘরে আগুনের সূত্রপাতের খবর পেয়ে আমরা এলাকাবাসী ছুটে যায়, এবং এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়,
শাকিল আরও বলেন আগুনে পুড়ে ২ টি গুরু ৫ টি ছাগল ও খাদ্যসহ আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়, এলাকাবাসী জানান কোথায় থেকে এই আগুনের সুত্রপাত হয়েছে এখনো জানা যায় নি।
Leave a Reply