এম,আনিসুর রহমানঃ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাতে লালখান বাজার ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে৷ রাতে খুলশী থানাধীন লালখান বাজার হাইলেভেল রোড়ে এই ঘটনা ঘটে৷ নাম প্রকাশ না করার শর্তে এক বিএনপি নেতা জানান আজ চট্টগ্রামে বিএনপি মহাসমাবেশকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে বিগত কয়েকদিন ধরে শক্তি প্রদর্শনের তৎপতা চলছিলো,আজ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বপন গ্রুপ ইসমাঈল গ্রুপের ওপর হামলা করে। এদিকে স্থানীয়রা জানিয়েছে দেশীয় অস্ত্র নিয়ে একটি গ্রুপ আকষ্মিক প্রতিপক্ষ গ্রুপের উপর হামলা চালায়৷ এসময় একাধিক রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে জানা গেছে৷ এসময় বিএনপি’র দলীয় কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালানোর পাশাপাশি একাধিক দোকান ও একটি সিএনজি অটোরিক্সা ভাংচুর চালানো হয়৷ এক নারী দোকানদার অভিযোগ করে বলেন, ওরা কোন কথা ছাড়াই আমার সিগারেটের দোকানের মালামাল ছুড়ে ফেলতে থাকে৷ এক পর্যায়ে দোকানে থাকা সিগারেট ও নগদ ২ থেকে আড়াই হাজার টাকা লুট করে নিয়ে যায়৷ এই ঘটনায় তিনজন আহত হয়েছে বলে বিএনপির একাংশ অভিযোগ করেছে৷
Leave a Reply