1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ মে ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গায় গুলিবিদ্ধ ঢাকাইয়া আকবরের মৃত্যু দিশারী ব্লাড বন্ড: রক্তদানের জন্য নতুন স্বপ্নযাত্রা। মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। উপদেষ্টা পরিষদের বিবৃতি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৫ টি পশুর হাটের মধ্যে ৪ টি’ই ইজারা পেয়েছেন বিএনপি নেতাকর্মীরা আনোয়ার উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সভাপতি নির্বাচন প্রসঙ্গে সাবেক ছাত্র ছাত্রী, জনমনে নানা প্রশ্ন! গোলটেবিল বৈঠকে বক্তাদের অভিমত: শিশুদের সঠিক পথে রাখার প্রধান প্রতিষ্ঠান হলো পরিবার রাজনীতিক নতুন ট্রেন্ড:: তারুণ্যের সেমিনার, বক্তৃতা ট্রেনিং প্রসঙ্গে। পতেঙ্গা সৈকতে ঢাকাইয়া আকবর নামে এক সন্ত্রাসী গুলিবিদ্ধ, সন্দেহে ছোট সাজ্জাদের বাহিনী রাঙ্গামাটির বাঘাইছড়িতে রহমত উল্লাহ খাঁজা’র পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা প্রদান।

লিও ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টারস ২০২৪-২০২৫ইং সেবাবর্ষের কমিটি ঘোষনা।

  • সময় মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১২৯ পঠিত

আন্তর্জাতিক সেবা সংগঠন লিও ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টারস এর চার্টার প্রেজেন্টেশন ও ক্লাব মাসিক সভা চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনস্থ প্রকৃতি কনফারেন্স হল রুমে ক্লাব সভাপতি লিও রাহুল দাশের সভাপতিত্বে ও সেক্রেটারি লিও নুরুল মোস্তাফা রাহাতের পরিচালনায় অনুষ্ঠিত হয়, এতে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টারস এর ক্লাব এডভাইজর লায়ন মহিউদ্দিন চৌধুরী লায়ন্স ক্লাব অব চিটাগাং ইউনাইটেড স্টারস ভাইস প্রেসিডেন্ট ও লিও ক্লাব কো-এডভাইজর লায়ন আহমেদ নুর, সেক্রেটারি লায়ন সাজ্জাদ হোসাইন, কো-এডভাইজর লায়ন মোঃ জসিম উদ্দিন, লিও-লায়ন কো-অর্ডিনেটর লায়ন স্বপ্না আকতার, এবং লিও জেলা টিম ২০২৩-২০২৪ইং। লিও জেলা সভাপতি ও লিও জেলা কেবিনেট চার্টার প্রেজেন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করেন এবং চার্টার সার্টিফিকেট লিও ক্লাব চার্টার প্রেসিডেন্ট লিও রাহুল দাশের হাতে তুলে দেন, এরপর সভায় ক্লাব এডভাইজর লায়ন মহিউদ্দিন চৌধুরী উনার বক্তব্যের মাধ্যমে আগামী সেবাবর্ষ ২০২৪-২০২৫ইং এ লিও সাজ্জাদ হোসাইন’কে প্রেসিডেন্ট, লিও আরিফ উদ্দিন ও লিও নুরুল মোস্তফা রাহাত, লিও অনিন্দ্য দে ভাইস প্রেসিডেন্ট, লিও মোঃ আরিফ হোসেন, লিও আলী আকবর, লিও তিথি দে শ্রুতি, লিও আশরাফ হোসেন, লিও বৈশাখী চৌধুরী প্রেসিডেন্ট এডভাইজর, লিও নিলু আকতার সেক্রেটারি, লিও নাজমুল কবির, লিও নুরে আরেফিন রাহুল, লিও জয় বিশ্বাস, লিও ফারিয়া তাহসিন রুখশার জইন্ট সেক্রেটারি, লিও আফজর হোসেন ট্রেজারার, লিও জান্নাত রায়আন ও লিও জনি মজুমদার জইন্ট ট্রেজারার, লিও নাসরিন সুলতানা জইন্ট মেম্বারশিপ চেয়ারপার্সন, লিও মাশরুহা ভূইয়া টেমার, লিও আদিল ফয়সাল জইন্ট টেমার, লিও সেলিনা আকতার টেইল টুইস্টার, লিও তৈয়বা মিম জইন্ট টেইল টুইস্টার, লিও ফারিয়া বিনতে নাজিম সিস্টার কো-অর্ডিনেটর, লিও আরিয়ান বারি সাজিদ, লিও ইমন ধর, লিও আনেয়ার হোসেন রনি, লিও মোঃ আরিফ, লিও সিফাতুর করিম তাইনু, লিও সুজয় দাশ, লিও মাইশা চৌধুরী জারা, লিও নুরুল আফছার, লিও অর্চক সিকদার, লিও অনিক দত্ত সাগর, লিও অর্পিতা রায় চৌধুরী, লিও হামিম হাসান, লিও মহাইমিন অয়ন, লিও মোঃ ফাহিম, লিও নাইমুল হক, লিও রুদ্র বডুয়া নিলয়, লিও ইয়াছিন মোঃ নয়ন’ এক্সিকিউটিভ মেম্বার মনোনীত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট