বোয়ালখালী প্রতিনিধি:
মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বোয়ালখালীর প্রথম সন্তান এখলাছুর রহমানের ৬৯তম জন্মবার্ষিকী উদযাপন করেছে খেলাঘর বোয়ালখালী উপজেলা শাখা। শুক্রবার (১৬ মে ২০২৫) বিকেলে উপজেলার অস্থায়ী কার্যালয়ে গান, কবিতা, কথামালা ও কেক কেটে এই বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সদস্য ও বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি আবুল ফজল বাবুল। সঞ্চালনায় ছিলেন রাজিয়া সুলতানা।
আলোচনা পর্বে বক্তারা শহীদ এখলাছুর রহমানের জীবন ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, “তাঁর মতো শহীদদের আত্মত্যাগের কারণেই আমরা আজ স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচতে পারছি। নতুন প্রজন্মকে তাঁর আদর্শে অনুপ্রাণিত হতে হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোজাম্মেল হক এরশাদ, কামরুল হাসান, শাহ আলম বাবলু, রিয়া মল্লিক, পুষ্পিতা তালুকদার, কায়ফা আকতার, অনন্যা বড়ুয়া প্রমুখ।
অনুষ্ঠানের শেষাংশে কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান পরিবেশন ও কেক কাটার মাধ্যমে শহীদ এখলাছুর রহমানের জন্মদিন উদযাপন করা হয়।
উল্লেখ্য, শহীদ এখলাছুর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হন। তাঁর স্মৃতি ও অবদান আজও বোয়ালখালীবাসীর গর্ব।
Leave a Reply