1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ মে ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে ৫০০ টাকার জন্য প্রাণ গেল দিনমজুরের সমাজ গঠনে অবদান রাখার জন্য মেয়র মঈন কাদরী সম্মাননা পেলেন মীরা বড়ুয়া। বাইশারীতে শ্রমিক সংগঠনের ব্যতিক্রমী আয়োজন প্রীতি ফুটবল ম্যাচ: প্রাণবন্ত দিন নাছিরাবাদ ওষখাইনীরি নুরীয়া বিষু দরবার শরীফে খাইমাতু রুফাইদা ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত যুদ্ধ নয়, শান্তি চাই — ভারত বনাম পাকিস্তান: মুহাম্মদ আকতার উদদীন কক্সবাজার জেলা আওয়ামী-যুবলীগের সাবেক সভাপতি বাহাদুর গ্রেপ্তার বাঘাইছড়িতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ উদযাপন মুস্তাফা জামান আব্বাসী আর নেই আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: মোস্তাক আহমেদ খাঁন বোয়ালখালীতে স্প্রীডফাস্ট কুরিয়ার সার্ভিসের যাত্রা শুরু

শাহ বু-আলী কালান্দর শাহর ওরশে অলোকিক দৃশ্য দেখতে হাজারো মানুষের ভীড়!

  • সময় বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫ পঠিত

মুহাম্মদ জুয়েল, বোয়ালখালী :

যার নামে বোয়ালখালীর নামকরণ সেই মহান ওলি হযরত শাহ বু-আলী কালান্দর শাহ (রঃ)এর বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম করলডেঙ্গা গ্রামে এ ওলির মাজার অবস্থিত। এ মাজারকে ঘিরে প্রতিবছর মত ৫ ফাল্গুন মহাসমারোহে ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে। ১৯০০ সাল থেকে এ ওরশ অনুষ্ঠিত হয়ে আসছে।

রীতি অনুযায়ী ওরশের দিন র্সূয ডুবার সময় গরু-মহিষ জবাই করা হয়। আর এ সময় মাজারের চারপাশে গাছপালার উপর দিয়ে শির শির করে ধোয়া বের হয়। এসব ধোয়াকে অনেকে বলে অলৌকিক ধোয়া। এই অলোকিক দৃশ্য দেখার জন্য ওরশের সময় হাজার-হাজার নর-নারী ও ভক্তরা জড়ো হয় মাজার এলাকায়। যা ধর্মানুরাগীদের উৎসাহ আর উদ্দীপনার এক অন্যমাত্রা যোগ করে।

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থেকে মাজার জিয়ারত করতে আসা মিরাজুল আলম বলেন, প্রতিবছর ফাল্গুনে পরিবারের সবাইকে নিয়ে এ মাজারে জিয়ারত করতে আসি। ওরশ শরীফ অনুষ্ঠানকে ঘিরে গরু-মহিষ জবেহ করার সময় মাজারের চারপাশের গাছ থেকে অলৌকিক ধোয়া বের হয়। তা দেখার জন্য প্রতিবছর ওরশের সময় এখানে আসা হয়। আল্লাহ বাঁচিয়ে রাখলে সামনের ফাল্গুনে ওরশ শরীফে আবারো আসবো।

পটিয়া শান্তিরহাট থেকে আসা তিন বন্ধু আজিজ, শওকত ও রবি বলেন, শাহ বু-আলী কালান্দর অলোকিক দৃশ্য দেখার জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। তাই কলেজ শেষ করে ছুটে আসলাম।

বোয়ালখালী আমুচিয়া এলাকার থেকে আসা কাজী এমরান কাদেরী বলেন, আল্লাহর বন্ধু যিনি তিনি ইহকাল ও পরকাল দু’কালে জীবিত। তাঁর উত্তম নিদর্শন হচ্ছে শেখ শরফুদ্দিন বু-আলী কালান্দর এ আস্তানা শরীফের ওরশ মোবারক। এটি এখন বোয়ালখালীবাসীর কাছে উৎসবে পরিনত হয়েছে।

উল্লেখ্য, এ ওলি বু-আলী শাহ নামেই অধিক পরিচিত হলেও শেখ শরফুদ্দিন তাঁর আসল নাম। শেখ শরফুদ্দিন বু-আলী কালান্দর পানিপতি চিশতিয়া তরিকার একজন সুফি সাধক। যিনি ভারতে বাস করতেন। পানিপথের শহরে তার মাজার অবস্থিত যা একটি ধর্মীয় তীর্থস্থান। তাঁর পিতার নাম শেখ ফখর উদ্দিন, যিনি তাঁর সময়ে মহান পণ্ডিত এবং দরবেশ ছিলেন। তিনি খুব অল্প বয়সে পড়াশোনা শেষ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট