বিশেষ সংবাদদাতাঃ
চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত হলো কিন্ডারগার্টেন এডুকেশন অ্যাসোসিয়েশন (কেয়া) আয়োজিত ‘কেয়া গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা–২০২৪’ এর বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান। সকালে হাটহাজারী পৌরসভার হোটেল আল-জামান অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে নানা গুরুত্বপূর্ণ মতামত উঠে আসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা। তিনি বলেন, “সরকারের পাশাপাশি কিন্ডারগার্টেন সেক্টর সারাদেশে প্রাথমিক শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা রাখছে। কিন্তু এই সেক্টরের শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের সুযোগ না থাকায় শিক্ষার মান স্থবির হয়ে আছে। শিক্ষার গুণগত মান উন্নয়নে কিন্ডারগার্টেন শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা এখন সময়ের দাবি।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেয়া’র চেয়ারম্যান লায়ন মঈনুদ্দীন কাদের লাভলু এবং সঞ্চালনা করেন মহাসচিব মো. রফিকুল ইসলাম মল্লিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেয়া’র পরীক্ষা নিয়ন্ত্রক ও সাবেক চেয়ারম্যান প্রফেসর ছৈয়দ হাফেজ আহমদ। তিনি বলেন,
“বৈষম্যবিরোধী নীতির কথা সরকার বললেও কিন্ডারগার্টেন সেক্টর আজও নানা বৈষম্যের শিকার। সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত প্রশিক্ষণ ও বৃত্তি সুবিধা পেলেও কিন্ডারগার্টেন শিক্ষকরা বঞ্চিত। এমনকি সরকারি বৃত্তি পরীক্ষায় এই সেক্টরের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নেই— যা শিক্ষা ক্ষেত্রে সমঅধিকারবিরোধী।”
অনুষ্ঠানের উদ্বোধন করেন কেয়া’র সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও সাবেক মহাসচিব এম. নজরুল ইসলাম খান।বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ ছৈয়দুল আজাদ, চেয়ারম্যান, ফটিকছড়ি কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন; মুহাম্মদ বোরহান উদ্দিন, সাধারণ সম্পাদক, হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ; অধ্যক্ষ সাজ্জাদুল করিম খান, অর্থ সম্পাদক, কেয়া এবং অধ্যক্ষ শফিউল আলম।
অডিটোরিয়ামজুড়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।শেষ পর্বে ট্যালেন্টপুল, এ-গ্রেড ও জেনারেল গ্রেডপ্রাপ্ত শতাধিক শিক্ষার্থীর হাতে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
বক্তারা আরও বলেন, “শিক্ষার মূল চালিকাশক্তি হলো শিক্ষক। তাই কিন্ডারগার্টেন শিক্ষকদের প্রশিক্ষণ, স্বীকৃতি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত না করলে শিক্ষার মানোন্নয়ন কখনো সম্ভব নয়।”
আয়োজকরা জানান, ২০২৫ সালের ‘কেয়া গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা’ আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। প্রাক-প্রাথমিক থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবে। আগ্রহীরা কেয়া অফিস বা সদস্যভুক্ত স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে সিলেবাস ও ফরম সংগ্রহ করে জমা দিতে পারবেন।
Leave a Reply