আনোয়ার হোছাইন,
(নাইক্ষ্যংছড়ি) বান্দরবানঃ
বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক বলেছেন, বিগত বছরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছিল। ইতোমধ্যেই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনিয়ম-দুর্নীতির বেশ প্রমাণ পাওয়া গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে (এডিসি) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ, উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা ওমর ফারুখ সিরাজী, বিএনপি নেতা সাইফুদ্দিন বাহাদুর, মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। পরে অতিথিবৃন্দ প্রতিযোগী ও অতিথিদের মাঝে পুরষ্কার ও ক্রেস্ট তুলে দেন।
Leave a Reply