মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।
সাতক্ষীরার উপকূলীয় পল্লী শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন দুর্যোগপ্রবণ ভাঙ্গন এলাকা বুড়িগোয়ালিনী বিজিবি দুই নম্বর গেট সংলগ্ন জমাদ্দার পাড়া নামক স্থানে কিছুদিন পূর্বে ভাঙ্গন দেখা দেয়।বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার ফলশ্রুতিতে জেলার শ্যামনগর অফদা অফিস কর্তৃপক্ষ ভাঙ্গন ঠেকাতে জোরালো পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন কর্মকাণ্ড চলমান রেখেছে।
অনুসন্ধানে প্রকাশ, ওয়াপদা(এস ও)ফরিদুর রহমান জানান,অফদা কর্তৃপক্ষের অর্থায়নে বিজিবি ও এলাকাবাসীর সহযোগিতায় সম্প্রতি উক্ত কার্যক্রম শুরু হয়েছে। বালুভর্তি বস্তা ভাঙ্গন কবলিত স্থানে আনলোড করা হচ্ছে,পরবর্তীত নদীমাতৃক এলাকায় ভাঙ্গন রোধকল্পে যথোপযোগী উদ্যোগ গ্রহণ করা হবে উপস্থিত ছিলেন এস ও সহকারি তুষার কুমার উপজেলা ইউএনও প্রতিনিধি ও ঠিকাদার সাইফুল ইসলাম তার।
গতিশীল কর্মকাণ্ড ও কর্মকর্তা দ্বয়ের স্বচ্ছ তদারকিতে উক্ত কার্যক্রম সফলভাবে সম্পন্ন হতে চলেছে। উল্লেখ্য সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল নানান দুর্যোগে ক্ষতবিক্ষত।নদীমাতৃক এলাকা জুড়ে প্রতিনিয়ত ভাঙ্গন উপকূলীয় জনগোষ্ঠী দুশ্চিন্তায় থাকে। উপজেলা প্রশাসন তথা অফদা কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ চলছে ভাঙ্গন কিভাবে রোধ করা যায়। ক্ষতবিক্ষত দ্বীপ ইউনিয়ন বুড়িগোয়ালিনী ভামিয়া সহ নদী সংলগ্ন এলাকা জুড়ে অফদা কর্তৃপক্ষের অর্থায়নে ও বাস্তবায়নে চলমান কাজের একাংশ পরবর্তীতে ভাঙ্গন কবলিত এলাকায় কঠিন পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান(এস ও)ফরিদুর রহমান।
Leave a Reply