মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম
রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
একসময় সাংবাদিকতা ছিল খুবই সম্মানের। কিন্তু বর্তমানে সাংবাদিকতা ও সাংবাদিকরা এক দূরাবস্থায় পড়েছে। সময়ের পরিবর্তনে বর্তমানে এ ক্ষীণ অবস্থান থেকে বের হয়ে আসব হবে।
শনিবার(২২ ফেব্রুয়ারী) সকাল দুপুরে কাপ্তাইয়ের একটি রেস্টুরেন্টে রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স চট্টগ্রাম কার্যকরী কমিটি কাপ্তাই আগমণ উপলক্ষে পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়ের সময় এ কথা বলেন সাংবাদিক নেতারা।
তাঁরা আরো বলেন, সাংবাদিকদের দেশের সংকটময় মুহূর্তে বিশেষ ভূমিকা পালন করতে হবে। এছাড়াও আমাদের রাঙ্গুনিয়ার বিভিন্ন সম্ভাবণাময়, ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি দেশবাসীর কাছে তুলে ধরতে হবে।
এ সময় বক্তব্য দেন রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স চট্টগ্রাম কার্যকরী কমিটির সভাপতি আলিউর রহমান রোশাই, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলী, পান্থ নিভাষ বড়ুয়া, সাবেক সভাপতি আকাশ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মনি, সাংবাদিক মাসুদ নাছির, সহ-সভাপতি আব্বাস হোসেন আফতাব, চ্যানেল২৪ চট্টগ্রাম এর সিনিয়র রিপোর্টার রনি দত্ত, শান্তি রঞ্জন চাকমা, জগলুল হুদা, এম.এ মতিন, মোয়াজ্জেম হোসেন কায়সার, মুবিন বিন সোলাইমান, জাহেদ হাছান, তৈয়্যবুল ইসলাম, ফাহিম শাহরিয়ার, দেলোয়ার হোসেন, রাজস্থলী প্রেসক্লাবে সভাপতি আজগর আলী প্রমুখ।
এদিকে শুভেচ্ছা বিনিময় শেষে রাঙ্গুনিয়া জার্নালিস্ট অ্যালায়েন্স চট্টগ্রাম কার্যকরী কমিটি’র পক্ষ রাঙ্গুনিয়া, কাপ্তাই ও রাজস্থলী প্রেসক্লাবের নেতৃবৃন্দদের ব্যাগ উপহার তুলে দেন নেতৃবৃন্দরা।
Leave a Reply