নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
ড. কর্ণেল অলি আহমদের নির্দেশে চট্টগ্রাম দক্ষিণ জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)র সদস্য ও সাতকানিয়া উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের পক্ষ থেকে বুধবার (১ অক্টোবর) খাগরিয়া ইউনিয়নের ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন পূজা মণ্ডপে এ বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে খাগরিয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বচন মেম্বার, খাগরিয়া ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি মুজিবুর রহমান, গুরা মিয়া সওদাগর, নুরুল কবির মেম্বার, ইদ্রিস মিয়া, রাকিব, সোলায়মান সওদাগর, জাহাঙ্গীর, মান্নান আব্দুল মেম্বার, মো. আলমগীর, মাহাফুজ, আবুল কাশেম, নুরুল ইসলাম, সেলিম, ইরফান, মাহাবুবসহ ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে নুরুল ইসলাম বলেন,
“এদেশের মানুষ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। সব ধর্মের মানুষের ঐক্যই এই দেশের বড় শক্তি। দীর্ঘ ১৭ বছরে আমাদের দলের প্রধানের কোন দুর্নীতি প্রমাণ করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।”
এ সময় তিনি মন্দির সংস্কারের জন্য ৪০ বস্তা সিমেন্ট দেওয়ার প্রতিশ্রুতিও দেন। তিনি আরও বলেন, “আমরা এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাব।”
Leave a Reply