1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে  এক কোটি ৮০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার,পাঁচ মাদক কারবারি আটক মানুষের পাশে থাকার লড়াই—নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন শ্রমিকদল নেতা বোয়ালখালীতে তিন ইয়াবা সেবনকারীর সাজা বর্ষবরণ উৎসব স্মারক ‘রঙ্গীন বৈশাখ’ এর মোড়ক উন্মোচন চট্টগ্রাম- কক্সবাজার রেলসড়কে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে পদক্ষেপ জরুরি:নিরাপত্তাহীনতায় যাত্রীরা -আলমগীর আলম আন্দোলনের ত্যাগীদের মূল্যায়ন না হলে লজ্জা ছাড়া কিছু থাকবে না: মোস্তাক আহমেদ খাঁন ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসস পাঁচলাইশ থানার বর্ণাঢ্য র‍্যালি রাঙ্গামাটি দারুল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও উপহার বিতরণ অনুষ্ঠিত সীতাকুণ্ড জান্নাতুল বানাত হিফয মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সিএমপি’র প‌তেঙ্গা থানার এস আই নির্যাতনকারী ২ জন গ্রেফতার।

  • সময় শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৬৪ পঠিত

আ‌মিনুল হক রিপন, চট্টগ্রামঃ

পতেঙ্গা মডেল থানাধীন সী বিচ সংলগ্ন আউটার লিংক রোড এসএপিএল ডিপো হইতে ২০০ গজ সামনে মহাসড়কের পাশে আইন-শৃংখলা ডিউটিতে নিয়োজিত অফিসার এসআই/ইউসুফ আলীর সামনে দুই জন দুস্কৃতিকারী এসে ত্রাস-সৃষ্টি করতঃ ভয়ভীতি প্রদর্শন করে মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার ০২ জন। পতেঙ্গা মডেল থানায় এসআই (নিঃ)/ইউসুফ আলী সংগীয় ফোর্স সহ পতেঙ্গা সী বিচ সংলগ্ন আউটার রিং রোডে চেকপোষ্ট ডিউটি করাকালে ২৮/০২/২০২৫ইং তারিখ ১৯.১৫ ঘটিকায় জাতীয় জরুরী সেবা-৯৯৯ এর সংবাদ পাইয়া ড্রাই কং সংগীয় ফোর্স সহ গাড়ী নিয়ে ইউটার্ন হয়ে আসার জন্য গেলে এস আই/মোঃ ইউসুফ আলী পতেঙ্গা মডেল থানাধীন সী বিচ সংলগ্ন আউটার লিংক রোড এসএপিএল ডিপো হইতে ২০০ গজ সামনে মহাসড়কের পাশে অবস্থান করে। এই সময় মোটর সাইকেল যোগে আসামী ১। সাইমন (২৭), ও ২।আলী ইমাদ @ তাফসির ইমাদ (২২) দ্বয় মোটর সাইকেল থামিয়ে বেআইনীভাবে ত্রাস সৃষ্টি করে এসআই/ইউসুফ আলীকে ভুয়া পুলিশ বলে ভয়ভীতি প্রদর্শন সহ তার ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়। এসআই/ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য শোর-চিৎকার করিলে আসামীদ্বয় তাহাকে মারধর করে ভুয়া পুলিশ বলে আসামীদ্বয়ের পরিচিত দুস্কৃতিকারীদেরকে ঘটনাস্থলে জড়ো করে। ইতিমধ্যে সী বিচ এলাকায় টহলরত অফিসার ও ফোর্স এবং আশপাশের লোকজন এগিয়ে আসে। উত্তেজিত জনতা উক্ত আসামীদ্বয়কে ধৃত করে গনধোলাই দিলে আসামীদের অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। থানার অন্যান্য মোবাইল পার্টির দায়িত্বপ্রাপ্ত অফিসার সহ আশপাশের লোকজন এসআই/ইউসুফ আলীকে উদ্ধার করে। জনতা কর্তৃক আটক আসামীদ্বয়কে পুলিশ হেফাজতে নিয়ে তল্লাশীকালে এসআই/ইউসুফ এর নিকট হতে ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করে এবং আসামীদ্বয়ের কাছে থাকা ছিনতাইকাজে ব্যবহৃত একটি চাকু এবং মোটর সাইকেল জব্দ করে। উক্ত ঘটনায় পতেঙ্গা মডেল থানার মামলা নং-০১,তারিখ-০১/০৩/২০২৫ ইং ধারা- আইন-শৃংখলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন ২০০২ (সংশোধীত ২০১২) এর ৪/৫ রুজু করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট