সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে দুই সড়ক দুর্ঘটনায় এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বিকেল ৫ টায় পৌরসদরের উত্তর বাইপাসে দুর্ঘটনা ঘটে। ভ্যান চালক মোমিনুল হক (৪৫) গাইবান্ধার জেলার বাসিন্দা।
এছাড়া সকাল ১০ টায় ফৌজদারহাট বন্দর লিংক রোডে কাভার ভ্যান ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক আহত হয়েছে। আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস টিম।
ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, বন্দরমুখী ড্রাম ট্রাকের সাথে ঢাকা কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। এ সংঘর্ষে গাড়ি দুটির সামনের অংশ ভেঙে কাভারভ্যানে চালক ভিতরে আটকা পড়ে। পরে আহত চালক মুনচুর (২৩) উদ্ধার করা হয়। তাঁর বাড়ি খাগড়াছড়ি মাটিঢাঙা বলে জানান কুমিরা ফায়ার স্টেশন কর্মকর্তা আল মামুন।
অন্যদিকে, ভাঙ্গারী মালামাল নিয়ে শেখপাড়া বাহার এন্টারপ্রাইজে মাল নিয়ে যাওয়ার পথে মালবাহী ভ্যানকে ঢাকা মুখী দ্রুতগামী বাস চাপা দেয়। এ সময় গাড়ির চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়।
Leave a Reply