সীতাকুন্ড প্রতিনিধিঃ
সীতাকুন্ডে অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। দুপুর ১টায় বারৈয়াঢালা ইউনিয়নে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আসে। এ অগ্নিদুর্ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জানাযায়, বারৈয়ারঢালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বাড়িতে বিদ্যুৎ গ্যাসের চুলা হতে আগুনের সূত্রপাত। মুহুর্তে আগুন ঘরের চারদিকে ছড়িয়ে পড়লে চারদিক থেকে লোকজন ছুটে এসে নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে বসত ঘর পুড়ে যায়। এ সময় বসত ঘরের সমস্ত মালামাল পুড়ে নিস্ব হয়ে পড়ে পুরো পরিবার।
এদিকে, পুড়ে যাওয়া পরিবাররের সাহায্যার্থে তাৎক্ষনিকভাবে সমবেদনা জানিয়ে শুকনো খাবার ও নগদ অর্থ দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী। বিকেলে নেতার পাঠানো খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক ডা.কমল কদর, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক আলা উদ্দিন মাসুমসহ ওয়ার্ড নেতৃবৃন্দ।
Leave a Reply