সীতাকুন্ড প্রতিনিধিঃ
সীতাকুন্ড নাগরিক সেবা নিশ্চিত কল্পে ভাটিয়ারী ইউনিয়নের সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যানজট ইত্যাদি বিষয়সহ ইউনিয়নের সমস্যা ও সম্ভাবনা, সরকারের বিভিন্ন দপ্তরের সেবাসমুহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নাগরিকদের সাথে উপজেলা প্রশাসনের “গণ-সংলাপ” অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, সেবাগ্রহীতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ সংলাপ অনুষ্ঠিত হয় ।
গণ- সংলাপে অংশগ্রহণকারীগণ ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, মাদক, যানজট নিরসন, উন্নয়ন কার্যক্রম, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন উপজেলা প্রশাসন। উক্ত গণ-সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।
সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সংলাপে উপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মুজিবুর রহমান , উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা আলতাফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা; উপজেলা বন কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া ।
Leave a Reply