
সীতাকুন্ড প্রতিনিধিঃ
সীতাকুন্ডে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় র্যালী পরবর্তী আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন,‘ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ফখরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি আবদুল্লা আল মামুন,কৃষিবিদ হাবিবুল্লা, মৎস্য কর্মকর্তা মোতাছিম বিল্লাহ, ডা.কমল দও, ইউসুপ নিজামী।
এছাড়া সভায় অংশগ্রকারী বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ ব্ক্তব্য রাখেন। বক্তব্যে সমিতির নেতৃবৃন্দ বলেন,‘ কৃষি সমিতি দ্বারা কৃষকের ব্যাপক উপকার হয়েছে। তদারিক ও অনুদান না থাকায় সমিতিগুলো বিলুপ্তির পথে। সমিতির কার্যক্রমের মাধ্যমে স্থানীয় সুবিধ বঞ্চিত হওয়ায় সদস্য সমিতির প্রতি উৎসাহ হারিয়ে ফেলেছে। সংশ্লিষ্টদের উদাসীনতায় সদস্যদের অর্থ আত্মসাতে সদস্যরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে বলে জানান তারা।
এদিকে,‘ প্রায় ১৫০টি অধিক সমিতির মধ্যে ৫০টি সমিতির নামমাত্র সচল রয়েছে। তদারকির চেয়ে কর্মকর্তাদের উৎকুচ আদায় প্রাধান্য হয়ে উঠায় সমিতির কার্যক্রমে অনিয়মের আশ্রয় গ্রহন করে পরিচালনা পর্ষদ। আর সচল সমিতির নানা অনিয়ম ঢেকে রাখতে সমবায় দিবসের আর্থিক ব্যয় চাপিয়ে দেয়ার অভিযোগ রয়েছে।
Leave a Reply