1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্দোলনের ত্যাগীদের মূল্যায়ন না হলে লজ্জা ছাড়া কিছু থাকবে না: মোস্তাক আহমেদ খাঁন ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসস পাঁচলাইশ থানার বর্ণাঢ্য র‍্যালি রাঙ্গামাটি দারুল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও উপহার বিতরণ অনুষ্ঠিত সীতাকুণ্ড জান্নাতুল বানাত হিফয মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ’র অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে নবীন- প্রবীণনের প্রতিদন্ধিতাঃ রাজনীতির মেরুকরণ চট্টগ্রামে ত্রিমুখী র‌্যাব-৭ এর অভিযান—গুলির পর্দা ফাঁস,অস্ত্রসহ ছয় সন্ত্রাসী গ্রেফতার সীতাকুণ্ডে মালবাহী ট্রেন বগি লাইনচ্যুত চট্টগ্রাম হা‌লিশহ‌রে ছুরিকাঘাতে যুবক খুন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষা ও ই-লার্নিং এর বিকল্প নেই

  • সময় রবিবার, ২ জুন, ২০২৪
  • ১৯২ পঠিত

শ‌হিদুল ইসলাম, প্রতি‌নি‌ধিঃ

স্মার্ট বাংলাদেশে স্মার্ট শিক্ষা ও ই-লার্নিং বিষয়ক আলোচনা সভায় বক্তারা জাতিকে এগিয়ে নিতে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। জাতি যতবেশি শিক্ষিত হবে জাতি ততবেশি সমৃদ্ধ হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে এবং জাতিকে এগিয়ে নিতে স্মার্ট শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন আয়োজিত স্মার্ট বাংলাদেশে স্মার্ট শিক্ষা ও ই লার্ণিং বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম একথা বলেন।

চট্টগ্রাম ও সিলেট বিভাগের জনসাধারণের মাঝে মৈত্রী ও সেতুবন্ধনের স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন’ চট্টগ্রাম শাখার উদ্যোগে ৩০ মে (বৃহস্পতিবার) নগরীর মোমিন রোডস্থ বঙ্গবন্ধু ভবনের বৈঠকখানা হল মিলনায়তনে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় স্থায়ী পরিষদের চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব, চট্টগ্রামের কৃতি সন্তান মো. জামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ টি এম পেয়ারুল ইসলাম, মূখ্য আলোচক ছিলেন বিশ্বে সর্বপ্রথম স্মার্ট শিক্ষার প্রবক্তা, আধুনিক ই-লার্নিংয়ের প্রতিষ্ঠাতা ও বিশেষজ্ঞ, দেশবরেণ্য শিক্ষাবিদ, লেখক, সুবক্তা, পরামর্শক ও চট্টগ্রামের কৃতি সন্তান অধ্যাপক ড. বদরুল হুদা খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ মহাব্যবস্থাপক একরাম হোসেন, হাটহাজারী উপজেলা পরিষদের নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা বেগম, লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের সেক্রেটারী লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া, ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জসিম উদ্দিন চৌধুরী, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক এম এ সবুর। উদ্বোধক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো:শহিদুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ সভাপতি ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া,
সংগঠনের চট্টগ্রাম শাখার যুগ্ম আহ্বায়ক লায়ন সাজ্জাদ হোসাইন টিপু ও স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন লায়ন জাহাঙ্গীর মিয়া এমজেএফ, আলহাজ্ব আমির হোসেন খান, মোহাম্মদ আবু তালেব, বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, মো. ফোরকান, সৈয়দ মোহাম্মদ মোজাম্মেল হক মিলন, মো. নুরুল হুদা চৌধুরী, ইমতিয়াজ ফারুকী, ফারুক নাছির, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, আয়েশা আক্তার আজাদী, মো : জালাল উদ্দীন, মো. জসিম উদ্দিন, আরিফুল আকবর চৌধুরী, ফারহানা আফরোজ খানম, তাহেরা শারমিন,
এস এম কামরুল হাসান, বশিরুল ইসলাম,প্রবীর দাশ, আসমা খাতুন মিতু,জান্নাতুল মাওয়া মারুফা (রনি), নুরুল আবছার তৌহিদ, শেখ জালাল, শেখ মোঃ আলাউদ্দিন ফারুক প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এটিএম পেয়ারুল ইসলাম আরো বলেন চট্টগ্রাম সাধারণ শিক্ষা ক্ষেত্রে পাশাপাশি, বিজ্ঞান ও প্রযুক্তিতেও এগিয়ে আছে। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট চট্টগ্রাম গড়ে দেশকে আরও সমৃদ্ধ করতে হবে। উক্ত আলোচনা সভায় ড. বদরুল হুদা খান বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাব্যবস্থা উদধৃতি তুলে ধরে তারই আলোকে বাংলাদেশে শিক্ষাব্যবস্থা প্রণয়নে কথা বলেন এবং প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যানকে ই-লার্নিং ও স্মার্ট এডুকেশনের ডকুমেন্টারি তুলে দেন।
সভায় বক্তারা বলেন, পৃথিবী আজ প্রযুক্তির সাথে এগিয়ে যাচ্ছে আর এ এগিয়ে যাওয়ার পথে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। শিক্ষা ও প্রযুক্তিকে সমন্বয় করে জাতিকে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট