মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার
ব্রাইট বাংলাদেশ ফোরাম এবং একশনএইড বাংলাদেশ-এর যৌথ উদ্যোগে আগামীকাল চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শুরু হবে দুই দিনব্যাপী ‘নেক্সাস ফেস্ট ২০২৫’। জলবায়ু পরিবর্তনের বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। এ উৎসব চলবে ২৭ আগস্ট পর্যন্ত।‘নেক্সাস ফেস্ট ২০২৫’-এ ইন্টারঅ্যাকটিভ প্রদর্শনীর মাধ্যমে স্থানীয় তরুণ সংগঠন, সরকারি ও অংশীদার প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও উদ্ভাবনী সমাধান উপস্থাপন করা হবে।
এছাড়া প্রমাণভিত্তিক অ্যাডভোকেসির মাধ্যমে তরুণদের গবেষণা, বিতর্ক ও নীতি সংলাপ তুলে ধরা হবে। সাংস্কৃতিক পরিবেশনায় থাকছে জারি গান, গম্ভীরা, যাত্রাপালা ও থিয়েটার, যা স্থানীয় সংস্কৃতি ও সামাজিক সমস্যার প্রতিচ্ছবি উপস্থাপন করবে। পাশাপাশি র্যালি, খেলাধুলা ও সৃজনশীল ক্যাম্পেইনের মাধ্যমে কমিউনিটি সম্পৃক্ততাও বাড়ানো হবে।
উৎসব থেকে প্রত্যাশা করা হচ্ছে যে জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলের তৃণমূল মানুষের কণ্ঠস্বর স্থানীয় ও জাতীয় নীতিনির্ধারণ প্রক্রিয়ায় প্রতিফলিত হবে। পাশাপাশি ক্ষতিকর সামাজিক মানসিকতা ভেঙে ঐক্য, সহমর্মিতা ও সম্মান প্রতিষ্ঠিত হবে। উন্নয়ন সংস্থা, সরকারি প্রতিষ্ঠান ও সম্প্রদায়ের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী হবে এবং তরুণ ও জনগণ পরিবর্তনের স্থপতি হিসেবে উঠে আসবে।
একশনএইড বাংলাদেশের A4T (Action for Transformation) প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত এ উৎসব তরুণ নেতৃত্বকে কেন্দ্র করে জলবায়ু সহনশীলতা, শান্তি, ন্যায় ও টেকসই উন্নয়নের পথচলা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই অনুষ্ঠিত হচ্ছে।
এই উৎসবটি সকলের জন্যে উন্মুক্ত। বিস্তারিত তথ্যের জন্য: পিকুল দাশ জয় প্রোগ্রাম অফিসার, ব্রাইট বাংলাদেশ ফোরাম, মুঠোফোন: ০১৬০৮৭৬৩৫৮৭
Leave a Reply