স্কুল এন্ড কলেজ ভিত্তিক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবার আওতায় ২য় বারের মত অনুষ্টিত হয়ে গেল পটিয়ার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তের বন্ধনে পটিয়া”র ব্যবস্হাপনায় ‘বিনামূল্যে’ রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প-২০২১।
বুধবার বাড়ৈকাড়া উচ্চ বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্টাতা আসহাব উদ্দিন জনির সভাপতিত্বে রেজাউল আজিম,ওয়াহিদ চৌধুরী, কে এম তারেক,শাহাদাত হোসেন,আহমেদ জিয়া এর পরিচালনায় এই ক্যাম্প অনুষ্টিত হয়।এতে প্রায় ২১৯ জনকে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় সেবা প্রধান করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইকবাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এইচ.এম নোমানুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথি বলেন বাংলাদেশ সরকার কতৃক ছাত্রছাত্রীদের জন্য ইউনিক আইডিতে রক্তের গ্রুপ এন্ট্রি করা বাধ্যতামূলক।এই পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী এটা জানেনা অথবা গরীব রা টাকার অভাবে করতে পারেনা।এমতাবস্থায় রক্তের বন্ধনে পটিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের ” স্কুল এন্ড কলেজ” বিনামূল্যে রক্তের গ্রুফ নির্ণয় সেবা খুবই প্রশংসনীয়। এটা চলমান থাকবে আশা করি।
পরিশেষে “আমার রক্তে বাঁচবে প্রাণ -স্বেচ্ছায় করি রক্তদান” এই স্লোগান এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয় এসময় সংগঠনের পক্ষ হতে উপস্থিত ছিলেন সংগঠনের এডমিন মহিউদ্দিন সজিব, সায়েম বিন মামুন,মডারেটর জাওয়াদুল,জয়নাল, মেহেরুন্নেছা, সাবরিনা,সদস্য সরোয়ার কামাল,রিসান, জান্নাতুল মাওয়া, সহ প্রমুখ।
Leave a Reply