পঞ্চম দিনের মতো বাংলাদেশ আদর্শ ছাত্র ও যুব সমাজ এর পক্ষ থেকে চট্টগ্রাম মিরসরাই ১৪নং হাইতকান্দি পুর্ব, পশ্চিম বালিয়াদি ও সীতাকুণ্ডের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের দুই শতাধিক পরিবারের মাঝে শুকনো খাবার ও ওষুধ সামগ্রী উপহার বিনিময় কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিরসরাইয়ের মেধাবী শিক্ষার্থী জনাব তারেক মাহমুদ, বাংলাদেশ আদর্শ ছাত্র ও যুব সমাজ এর পরিচালক সরোয়ার উদ্দিন আনসারী, সাধারণ সম্পাদক, আব্দুল হালিম জনি, আদর্শ ব্লাড ব্যাংক এর সদস্য, মোঃ জহির উদ্দিন, সদস্য মোঃ সানি প্রমুখ।
আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সাধারণ সম্পাদক আব্দুল হালিম বলেন আমরা ফেনী ও মিরসরাইয়ের বন্যার্তদের মাঝে ২ হাজার প্যাকেট খাদ্য সামগ্রী ও মেডিসিন সামগ্রী বিতরণ করা হয়েছে এমতাবস্থায় চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাইয়ের প্রত্যন্ত অঞ্চলের বৃষ্টির কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে খাবার সামগ্রী ও ঔষধ সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করছি এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, আমরা ভবিষ্যতে সকল সামাজিক ও মানবিক কাজে আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি, আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন 01852541000 অফিশিয়াল মোবাইল নাম্বার আদর্শ ছাত্র ও যুব সমাজ।
Leave a Reply