1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
মে দিবসে বাইশারীতে শ্রমিকদের নিয়ে আলোচনা সভা, অধিকার প্রতিষ্ঠায় জোরালো অঙ্গীকার নাফ নদী থেকে ৪ রোহিঙ্গা জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি চট্রগ্রামের আনোয়ারায় কেইপিজেডে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু  “শ্রমিকদের দাবী” -মোহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব) এপেক্স ক্লাব অব পটিয়ার ১০০ তম ডিনার মিটিং ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠিত। শ্রমিকের ঘাম শুকানোর আগে মজুরি পরিশোধ করুন -লায়ন মোঃ আবু ছালেহ্ বাকলিয়ায় ওয়ার্ড অফিসের দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে সাংবাদিক আহত! নাইক্ষ্যংছড়ি’র বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা’র এডহক কমিটির পরিচিতি সভা পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি করেছে সরকার। আজ ০১লা মে আন্তজার্তিক শ্রমিক দিবস

সাতকানিয়ায় স্থানীয়  চিহ্নিত সন্ত্রাসীদের কর্তৃক আমিরাত প্রবাসীর বৃদ্ধ বাবাকে হত্যা চেষ্টা

  • সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৬৮ পঠিত

সাইফুল ইসলাম তালুকদার, ইউএই প্রতিনিধি:

আরব আমিরাত প্রবাসী, বাংলাদেশী  হাফেজ মোহাম্মদ মহিউদ্দিনের   বৃদ্ধ বাবা ইসহাক মিয়াকে (৭৪) পূর্ব শত্রুতার জেরে হত্যা চেষ্টার কারণে সংবাদ সম্মেলন করা হয়।
এই ব্যাপারে গতকাল দুবাই স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করে তার ছেলে হাফেজ মোহাম্মদ মহিউদ্দিন। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াজের পাড়ার তার বাবা ইসহাক মিয়াকে  স্থানীয় সন্ত্রাসী যুবলীগের সভাপতির পরিচয়ে জাহির সোমবার রাতে  (১ ডিসেম্বর) তাদের  নতুন  বসত ঘরে  গিয়ে রাতের আধারে প্রবেশ করে তাকে হত্যা করার উদ্দেশ্যে মারাত্মকভাবে জখম করে। একপর্যায়ে বৃদ্ধ  ইসহাক মিয়া জ্ঞান হারিয়ে ফেললে সন্ত্রাসীরা মনে করেছে সে মারা গেছে। এই ভেবে সন্ত্রাসীরা চলে যায়। পরেরদিন তার ছেলে এসে তাদের  নতুন বসতঘর থেকে হাত-পা বাঁধা অবস্থায়  আহত  বৃদ্ধকে দেখতে পেয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। সেখান থেকে ডাক্তাররা তাকে মুমূর্ষ অবস্থায়  চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহেদের নেতৃত্বে   বৃদ্ধের স্ত্রীরও হাত-পা ভেঙে দেয়।  ২০২২ সালের ৩ মার্চ তাদের বসত ভিটার সব গাছ কেটে ফেলে।
সংবাদ সম্মেলনে হাফেজ মোহাম্মদ মহিউদ্দিনের ছেলে বলেন, বর্তমান সরকার প্রবাসী বান্ধব। প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনৈতিক চাকাকে সচলে অবদান রাখছেন। এই প্রবাসীরা যখন বিদেশে অবস্থান করেন তখন তাদের পরিবার-পরিজন অনেকটা অভিভাবকহীন হয়ে থাকেন। এক্ষেত্রে তারা পরিবারকে নিয়ে যথেষ্ট চিন্তা ভাবনায় থাকেন। অথচ সেই পরিবারের প্রতি স্থানীয় সন্ত্রাসীরা বিভিন্নভাবে অমানবিক নির্যাতন চালায়। তাতে দেশের আইন কানুনের প্রতি শ্রদ্ধা আছে বলে মনে হয় না। তিনি আরো বলেন, জায়গা জমির বিরোধে তার  বৃদ্ধ বাবাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়েছে। তবে তিনি প্রবাসে অবস্থান করায়  এ ঘটনায় থানায় এখনো লিখিত কোন অভিযোগ  করতে পারেননি
তাই বর্তমান সরকার এবং স্থানীয় প্রশাসনের প্রতি আকুল আবেদন প্রবাসীদের পরিবারের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট