1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ মে ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ট্রাফিক সার্জেন্ট অপূর্ব কুমার মহন্তের বিরুদ্ধে অতিসম্পদের অভিযোগ আওয়ামী লীগ নিষিদ্ধের খবরে বাইশারীতে উচ্ছ্বাস, জামায়াতের আনন্দ মিছিল বন্দুকের ছবিই কাল, ছাত্রলীগ নেতারা ধরা পুলিশি অভিযানে মা -মোহাম্মদ আব্দুল হাকীম (খাজা হাবীব) মা দিবস -শায়ের মুহাম্মদ আকতার উদদীন চট্টগ্রামে জোড়া খুনের মামলার আসামি সাজ্জাদ হোসেনের স্ত্রীকে গ্রেপ্তার মা দিবস -লায়ন মোঃ আবু ছালেহ্ মা একটি অনুভবের নাম,পরম আশ্রয়ের নাম। লালখান বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, দলীয় কার্যালয় ভাংচুর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার, বিচার হবে ট্রাইব্যুনালে

সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা পাচ্ছেন যাঁরা

  • সময় রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৪ পঠিত

মোঃ শফিকুল ইসলাম
নিজস্ব প্রতিবেদকঃ
সম্মিলিত উদ্যোক্তা ফোরাম কর্তৃক আয়োজিত ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদানের জন্য উদ্যোক্তা, সাংবাদিকতা এবং মিডিয়া ব্যক্তিত্বে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ জন পাচ্ছেন ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫’। গত ১৭ জানুয়ারি ২০২৫ খ্রি. রোজ শুক্রবার বিকাল ০৪:০০ ঘটিকায় ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫’ কমিটি মনোনীত জুরি বোর্ডের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অ্যাওয়ার্ড প্রদানের স্থান, তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

যারা ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫’ এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে:

১. গোলাম শাহরিয়ার কবির (শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী),
২. এম কে জামান (উদ্যোক্তা ও ব্যবসায়ী),
৩. ইব্রাহীম সাগর চৌধুরী (ক্ষুদ্র উদ্যোক্তা),
৪. মোঃ শফিকুল ইসলাম (সাংবাদিকতা),
৫. মোঃ সাব্বির আহমেদ (মিডিয়া ব্যক্তিত্ব),

এই প্রসঙ্গে ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫’ কমিটির আহ্বায়ক ড. আফছানা বিনতে বাতেন বলেন, ‘সউফো জুরি বোর্ডের সদস্যরা চুলচেরা বিচার বিশ্লেষণ ও যাচাই-বাছাই করে এই ৫ জনকে অ্যাওয়ার্ড প্রদানের জন্য চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন প্রক্রিয়ায় কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়েছে। আমাদের বিশ্বাস, আমরা সম্মাননার জন্য উপযুক্ত ব্যক্তিদেরই নির্বাচন করতে সক্ষম হয়েছি।’

উল্লেখ্য যে, উদ্যোক্তাদের উন্নয়নকে বেগবান করার লক্ষ্যে ২০১৯ সালে প্রতিষ্ঠা করা হয় সম্মিলিত উদ্যোক্তা ফোরাম। এই ফোরামে উদ্যোক্তা উন্নয়ন, দক্ষতা সৃষ্টি, আর্থ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড, উদ্যোক্তাদের স্বাবলম্বীকরণ এবং নবীন-প্রবীণ উদ্যোক্তাদের মেলবন্ধনের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। ফোরামের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালে প্রবর্তন করা হয় ‘সউফো স্টার অ্যাওয়ার্ড ২০২৫’।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট