সুৃমন দাশ
চট্টগ্রাম মহানগর দক্ষিণঃ
চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছিনতাই কাজে জড়িত একটি চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বহদ্দারহাট এক কিলোমিটার ও রাহাত্তার পোল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রাম-কক্সবাজার যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসের সুপারভাইজার মো. ওসমান গনি (২৫), মো. দেলোয়ার হোসেন (২৫), মো. আরমান (৩১), মো. ইব্রাহিম (২৯), মো. রাজু (২৯), বিজয় বড়ুয়া (২৩), মো. আজগর আলী (২১), মো. ইমরান হোসেন বাপ্পী (২১), মো. সুমন (২৮), এবং মো. কবির (৪২)। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন,গ্রেপ্তাররা সবাই চান্দগাঁও থানা এলাকায় বিভিন্ন পয়েন্টে যাত্রী ও পথচারীদেরকে ছোরার ভয়ভীতি দেখিয়ে মূলবান জিনিসপত্র টাকা পয়সা লুট করে আসছিল।তারা ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তাদের ছিনতাই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply