আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
গত ২৪ ঘন্টায় সিএমপি’র বিভিন্ন থানা পুলিশের বিশেষ অভিযানে চান্দগাঁও থানার আসামী ১। মোঃ শাহিন (২৭), ২। মোঃ জব্বার (৫২), ৩। মোঃ আরমান উদ্দিন নিশাত (২০), আকবরশাহ্ থানার আসামী ৪। ওমর মিয়া (৫৪), ৫। জালাল হোসেন আরিফ (১৯), ৬। মোঃ পারভেজ (২৮), পতেঙ্গা মডেল থানার আসামী পতেঙ্গা থানা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ৭। মোঃ আলাউদ্দিন (৩৫), পতেঙ্গা থানার ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক ৮। মোঃ বেলাল উদ্দিন রনি (৩০), সদরঘাট থানার আসামী ২৮ নং মোগলটুলি ওয়ার্ড বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি । মোঃ মুসলিম উদ্দিন (৩৮), হালিশহর থানার আসামী ১০। মো: জিয়াউল হক রাজু (৪৭), ইপিজেড থানার আসামী ১১। মোঃ ফোরকান (৪২), ডবলমুরিং মডেল থানার আসামী ১২। মোঃ শামিমুল করিম (৩৮), ১৩। মোঃ আরিফুল ইসলাম (২৩), ১৪। জাহিদুল ইসলাম (২৪), ১৫। মোঃ জুয়েল (৪৫), ১৬। মোঃ সাহাব উদ্দিন (৩৯), ১৭। আবু বক্কর সিদ্দিক প্রকাশ তারেক (২৩), কোতোয়ালী থানার আসামী ১৮। রবিউল হোসেন (২২), ১৯। মোঃ রাসেল (২৭), ২০। মোঃ ইলিয়াছ (৪৩), বাকলিয়া থানার আসামী ২১। দিদার মিয়া (৪১), ২২। মোঃ আল আমিন (৩০), পাহাড়তলী থানার আসামী ২৩। শাকিল হোসেন (১৯), ২৪। মোঃ রাকিব (২০), ২৫। মোঃ জাহাঙ্গীর (৩০), ২৬।মোঃ হাবিবুর রহমান পলাশ (৩২), ২৭। সাফায়েত হোসেন (২৭), চকবাজার থানার আসামী ২৮। আজফার কামাল চৌধুরী (৩০), খুলশী থানার আসামী ২৯। আবু সাঈদ সুমন (৫৯), পাচঁলাইশ মডেল থানার আসামী ৩০। মোঃ রাসেল (৩০), কর্ণফুলী থানার আসামী শিকলবাহা ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ৩১। মোহাম্মদ সেলিম (৩৬), বন্দর থানার আসামী ৩২। নয়ন (২৩), বায়েজিদ বোস্তামী থানার আসামী ৩৩। মোঃ মোজাম্মেল হক (২৬) ও ৩৪। মোঃ কামাল (৩৫) সহ সর্বমোট ৩৪ (চৌত্রিশ) জনকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, উপরোক্ত আসামীদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলা সহ বিশেষ ক্ষমতা আইনে, সন্ত্রাসী বিরোধী আইনে ও পেনাল কোড আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
Leave a Reply