1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযান: খড়ের গাদা থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার একটি গণতান্ত্রিক, জবাবদিহিতামূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে তরুণদেরই এগিয়ে আসতে হবে- সাঈদ আল নোমান। নামিদামি ব্র্যান্ডের মোড়কে ভেজাল আইসক্রিম, ফাঁস করল ভ্রাম্যমাণ আদালত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে বাঘাইছড়িতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে সিনিয়র এএসপির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, পাশেই পড়েছিল চিরকুট বাঘাইছড়িতে মাওলানা রইস উদ্দীনের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা থেকে লুট করা পিস্তুল-গুলি মিলল ময়লার স্তূপে বেকারত্ব দূরীকরণে প্রয়োজন তরুণদের আইটি প্রশিক্ষণ: মেয়র ডা. শাহাদাত। নতুন না‌মে নামকরণ হ‌চ্ছে কদমতলী। চট্টগ্রাম সিটি মেয়রের সাথে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ‍্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ।

এবার সুযোগ হয়েছে রাজনীতির মাঠে খেলার- হুম্মাম কাদের চৌধুরী

  • সময় বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৯ পঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন “ছোটবেলা থেকে অনেকের স্বপ্ন থাকে বড় হয়ে খেলোয়াড় হবেন। দেশের জন্য খেলবেন। কিন্তু দেশের জন্য খেলা করার সুযোগ কিংবা স্বপ্ন আমার ছিল না। তবে সুযোগ হয়েছে এবার রাজনীতির মাঠে খেলা করার। এই মাঠে আপনারা কখনো আমাকে একা রাখবেন না।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ কতৃক আয়োজিত শহিদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রাণীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রানীরহাট বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক জাহেদুল আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউছুপ চৌধুরী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম কারা পরিদর্শক এম আতাউল্লাহ সম্রাট।

ছাত্রনেতা রেজাউল করিম, শরফুদ্দীন মাহমুদ চৌধুরী ও ওমর ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় জিয়া মঞ্চের সহ-সভাপতি ওয়াকিল আহমদ তালুকদার, চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল, অর্থ সম্পাদক ইউছুপ কামাল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজী রাকিবুল হাসান মাসুদ, রাজানগর ইউনিয়নের বিএনপি সভাপতি রেজাউল করিম, ইসলামপুরের সভাপতি আবদুল মান্নান রনি, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, নেছারুল হক পেয়ারু, দিদারুল আলম জসিম, রানীরহাট ডিগ্রি কলেজের সভাপতি কে আর এম পেয়ার উদ্দিন মাহমুদ চৌধুরী, দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল উদ্দিন, বিএনপি নেতা নাছির উদ্দিন নসু, জেলা যুবদল নেতা এবিএম সাইফুদ্দীন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ, যুবদল নেতা ইমরুল হাসান, জিয়া উদ্দিন মাহমুদ চৌধুরী, নাজিম উদ্দিন, আবু মনছুর, নিজাম উদ্দীন, ইউছুপ কামাল, খোরশেদ আলম, গিয়াস উদ্দিন চৌধুরী প্রমুখ।

হুম্মাম কাদের চৌধুরী বলেন, ” ১৬ বছর ধরে বাবাকে নিয়ে আওয়ামী লীগ অনেক কথা বলেছে। বিএনপিও বাবার পক্ষে কথা বলেছে। কিন্তু আজ মঞ্চে দাড়িয়ে বাবার ছবি দেখতে পাচ্ছি এবং ব্যানারে নামের আগে “শহীদ” লেখা দেখতে পাচ্ছি। এটা আপনাদের থেকে আমার প্রথম পাওয়া। আমার বাবাকে ভালবেসে “ভাইজান” নাম আপনারাই দিয়েছেন। আপনাদের ভাইজানের সন্তানকে এই ভাতিজাকে আপনারাই দেখে রাখবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া।
রাঙ্গুনিয়ায় নতুন কিছু করার এবং ভালো কিছু করার আশা নিয়ে রাজনীতিতে এসেছি। এখানে বিশাল স্টেডিয়াম হয়ে যাবে, এরকম মিথ্যা ওয়াদা করবো না। এতটুকু বলবো, চেষ্টা করবো। আশা করি ভবিষ্যতে উচু-নিচু মাঠে আর খেলতে হবে না। বড় মাঠে সুন্দরভাবে খেলতে পারবেন। পৌরসভায় প্রস্তাবিত স্টেডিয়াম বাস্তবায়ন ভবিষ্যতে বিএনপি নেতারাই করবে ইনশাআল্লাহ।

টুর্নামেন্টে ইব্রাহিম চৌধুরী ফুটবল একাদশকে ৬-৪ গোলে প্রবাসী কল্যাণ ফুটবল একাদশকে পরাজিত করে। ছবির ক্যাপশন- রাঙ্গুনিয়ায় সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন হুম্মাম কাদের চৌধুরী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট