1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে গ্রাম পুলিশ সদস্যদের বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন “ধানের শীষের বিজয়ই লক্ষ্য—৩৯নং ওয়ার্ড বিএনপির টানা উঠান বৈঠকে ঐক্যের অঙ্গীকার” চট্টগ্রামমুখী বাসে মদের গোপন রুট—র‌্যাবের অভিযানে ফাঁস ডক্টর মোহাম্মদ ফয়েজ উদ্দিন‌ের আগামীর উন্নত জাতি গঠনে দিকনির্দেশনামূলক সুপারিশ কবিতাঃ বৃষ্টি পড়ে -স্বর্ণা তালুকদার রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু র‌্যাব-৭ চট্টগ্রামের অভিযানে  এক কোটি ৮০ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার,পাঁচ মাদক কারবারি আটক মানুষের পাশে থাকার লড়াই—নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন শ্রমিকদল নেতা বোয়ালখালীতে তিন ইয়াবা সেবনকারীর সাজা বর্ষবরণ উৎসব স্মারক ‘রঙ্গীন বৈশাখ’ এর মোড়ক উন্মোচন

রাঙ্গুনিয়ায় বাগীশিকের গীতা ও নৈতিক শিক্ষা পরিক্ষায় অংশ নিয়েছে সাড়ে ৭শ শিক্ষার্থী

  • সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০১ পঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদ কতৃক আয়োজিত গীতা শিক্ষা ও নৈতিক শিক্ষা পরিক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৮ ফেব্রুয়ারী) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় ৪টি কেন্দ্রে সকাল ১০টা থেকে গীতা শিক্ষা ও নৈতিক শিক্ষা পরিক্ষা অনুষ্ঠিত হয়। সর্বমোট ১০০ নাম্বারের এ-পরিক্ষা চলে দুই ঘন্টা। উপজেলার ৪টি কেন্দ্রের মধ্যে দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক ফিরিঙ্গির খিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পদুয়া এস.কে রফিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর রাঙ্গুনিয়া খীল মোগল রশিক উচ্চ-বিদ্যালয়, রাজাভূবণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে ৭শ অধিক শিক্ষার্থী এ-পরিক্ষায় অংশগ্রহণ করেন।

এসময় পরিক্ষার কেন্দ্র গুলো পরিদর্শন করেন কেন্দ্রীয় সংসদের সাবেক আহবায়ক বিজয় লক্ষী দেবী, অনুপম নাথ, অনিতা ঘোশ, বৃষ্টি বৈদ্য, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক সুমী দে খিলমোগল রসিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শুক্লা শীল, উত্তর জেলা সংসদের সভাপতি শুভাশিষ চৌধুরি, সমীর মহাজন, ত্রিদিব সাহা, সন্জয় চৌধুরি, উজ্জল ভৌমিক। রাঙ্গুনিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসিম কুমার শীল মহোদয, রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সভাপতি ডাঃ রুপন শীল, সাধারন সম্পাদক বাদল কান্তি নাথ, সাবেক সাধারন সম্পাদক মিল্টন চক্রবর্তী, কেন্দ্র সচিব প্রদীপ শীল, হলসুপার সুমন দে, শিবু চক্রবর্তী।

হোসনাবাদ ইউনিয়ন সংসদের সাধারন সম্পাদক রাজিব মল্লিক, উপজেলা পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে পদুয়া এসকে রফিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন কৃষ্ণ আচার্য, কিশোর চক্রবর্তী,কক্ষ পরিদর্শক হিসাবে উপস্থিত ছিলেন সুনিল শ্যাম, জয় দে,রাজিব দত্ত,পরেশ সাহা, জনি দে,রকি সাহা,জয়দেব সাহা,লিটন দে, ইমন দে,চন্দন নাথ,প্রান্ত পাঠক,শান্টু নাথ,অমর নন্দী,সুজিত মল্লিক,সৌরভ নাথ,সবুজ দে,সুমন মল্লিক,জনি দে,তমা বিশ্বাস,নয়ন সাহা,কান্তা শীল,তন্দ্রা দেবী,পম্পি দাস,পর্যবেক্ষক হিসাবে উপস্থিত ছিলেন নারায়ন পালিত,প্রদীপ সাহা,মিন্টু নাথ,বিপ্লব আচার্য,বিপ্লব সাহা,সৌমেন সাহা,সুমন চক্রবর্তী,টিটু শীল,ডাঃ সাগর সাহা,বলরাম চৌধুরি,টিংকু নাথ,রানা দত্ত,সুমন বিশ্বাস,রুপন শীল,নিশান নাথ,অর্ক শীল, রাজেশ শীল,নয়ন দে,সনজিৎ দাস।

রাজাভূবণ সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র সচিব পণ্ডিত শ্রী শুভরাজ আচার্য্য নয়ন, সহকারী কেন্দ্র সচিব সুব্রত দেবনাথ, হল সুপার ছিলেন মাস্টার বিধান দেওয়ানজী, পরিক্ষা নিযন্ত্রক ছিলেন মাধব চক্রবর্ত্তী, মাস্টার রতন কান্তি পাল, রাজীব শীল, যারা পরিদর্শক ছিলেন রাজাভূবণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়া দাশ, তুষার পাল, সমীরণ দত্ত, ডাক্তার অলক চন্দ্র, দাস,প্রফেসর পঙ্কজ পাল, ডাক্তার দীপক শীল, দীপক তুরী, যারা কক্ষ পরিদর্শক ছিলেন কুনিকা দেবি, পুষ্পিতা আচার্য্য, উৎসব আচার্য্য তুহিন, নিশান আচার্য্য, বিজয় তুরী, উজ্জ্বল মালাকার, অপর্না দেবী, শুভ্র চক্রবর্ত্তী, জয়ন্ত দেব, অংকন দাশ, সৈকত ঘোষ, জগন্নাথ দাশ, শম্ভু নাথ প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট