1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বাঘাইছড়িতে এমএন লারমার ৮৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে: আমীর খসরু। ঈগল পরিবহনের চাকার নিচে দুই সিএনজি, চন্দনাইশে বউ-শ্বাশুড়ি সহ নিহত তিন নিবন্ধনপ্রত্যাশী ১৪৩টি দলের মধ্যে বাছাইয়ে উত্তীর্ণ ২২টি। বহুল প্রতীক্ষার শেষে প্রথমবারের মতো গঠিত হলো ১২ নং সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কমিটি, রাজপথে আনন্দ র‍্যালী ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি। রাজশাহীতে বহিষ্কৃত ডিবি হাসানের সহযোগীদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি চট্টগ্রাম নগরীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

বাইশারীতে ভাড়াটিয়া সন্ত্রাসীদের তান্ডব,বসতবাড়ি ভাংচুর, আটক ২

  • সময় বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৭৯ পঠিত

আনোয়ার হোছাইন,

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবান জেলাধীন নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে একদল সন্ত্রাসীর অতর্কিত হামলায় বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় ঘটনাস্থলে অন্তত ৫ জন গুরুতর আহত হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল আনুমানিক ৬ টার দিকে বাইশারী ইউনিয়নস্থ ৬ নং ওয়ার্ড তিতারপাড়া এলাকার রবিউল আলম’র  বসতবাড়িতে সন্ত্রাসীরা এ তান্ডব চালায়।

প্রত্যক্ষদর্শী আনোয়ার বেগম জানান, সকাল আনুমানিক ৬ টার দিকে ৩ টি গাড়ীতে করে (ডাম্পার, মিনি ট্রাক, মাইক্রো) ২০-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রসহ রবিউলের বসতবাড়িতে হামলাসহ ভাংচুর চালায়। ঐ সময় রবিউল আলম ও তার স্ত্রী সেহেরি খেয়ে ঘুমন্ত অবস্থায় ছিল। তারা কোন রকম ঘর থেকে বের হয়ে ছেলে সন্তানদের নিয়ে প্রানে রক্ষা পায়।

স্থানীয় প্রত্যক্ষ দর্শী সাবেক ইউপি সদস্য দুদু মিয়া জানান, ককসবাজার জেলার ঈদগাও থানাধীন ইসলামপুর ইউনিয়ন ও ইসলামাবাদ ইউনিয়ন থেকে পার্শ্ববর্তী বাড়ির শফিউল আলম কতৃক ভাড়া করা ২০-৩০ জনের সন্ত্রাসী দল নিয়ে রবিউলের পুরো বাড়িতে তান্ডব চালায় ।

এসময় গ্রামের অধিকাংশ লোকজন ঘুমে এবং বাকীরা রাবার বাগানে কষ আহরনের জন্য বাগানে চলে যায়। এ সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা এসব তান্ডব চালায়। ভাড়াটিয়া সন্ত্রাসীদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র দেখতে পায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এসময় এলাকাবাসী এবং গৃহকর্তাদের চিৎকার ও বসতঘর ভাংচুরের বিকট শব্দে লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীদের হামলায় স্থানীয় ও  বাড়ীর ৫ জন গুরুতর আহত হয়।

আহতরা হলেন, দুদু মিয়া (৬৭), ছৈয়দ আহাম্মদ (৫৫), মকবুল আহাম্মদ (৫০), তসলিমা (৩০), ফারজানা আক্তার রাফি (৩৫)। আহতরা বর্তমানে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার সময় ২ জন কে জনতা কতৃক আটক করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

আটক কৃত দেলোয়ার হোছাইন (৪০) ককসবাজার জেলার ঈদগাও থানাধীন ইসলামপুর ইউনিয়নের বাসিন্দা মৃত মনজুর আলমের পুত্র ও মোঃ করিম (৩৫) ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের বাসিন্দা আমান উল্লাহ’র পুত্র। আটককৃতরা বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানায় পুলিশের হেফাজতে রয়েছে। আটক কৃতরা জানান, এলাকাবাসীর পিঠুনিতে তারা সহ তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। এঘটনা কেন ঘটিয়েছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আটককৃতরা বলেন, নিকটতম আত্বীয়ের জায়গা উদ্বার করতে এসেছেন বলে জানান।

বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ রনজিৎ এ বিষয়ে বলেন, ঘটনার খবর পেয়ে সংগীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ও দুই জন আটক করা হয়।

উক্ত বিষয়ে ভুক্তভোগী রবিউল আলম জানান,  তার চাচা মোগল আহমদ বাদী হয়ে আটককৃত সহ অজ্ঞাতনামা বেশ কয়েজনের নামে  নাইক্ষ্যংছড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট