1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০২ জানুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সাথে সিলেট জেলা প্রশাসকের আলোচনা সভা অনুষ্ঠিত এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পেলেন ফেরদৌস আরা বাঘাইছড়িতে মসজিদভিত্তিক বিনামূল্যে বই বিতরণ  সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন চলছে মানবাধিকার ফাউন্ডেশন এর শীতবস্ত্র বিতরণ আবদুল গফুর হালী চট্টগ্রামের মাইজভাণ্ডারী ও আঞ্চলিক গানের কিংবদন্তী শিল্পী  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল  কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীরের মৃত্যুর খবরে শোকের মাতম বেগম খালেদা জিয়ার মৃত্যুতে টিসিজেএ পরিবারের শোক প্রকাশ কাউখালী উপজেলায় যৌথ বাহিনীর অভিযান ৬৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১ জন

পটিয়াতে বর্ষবরণ উৎসব হাজারো মানুষের ঢল

  • সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ২২৫ পঠিত

পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদযাপন পরিষদ-১৪৩২ বঙ্গাব্দ এর উদ্যোগ আয়োজন করা হয়েছে বর্ষবরণ উৎসব। উৎসবে অংশগ্রহণ করেছে পটিয়ার ৩৭টি সাংস্কৃতিক সংগঠন।

বর্ষবরণ উৎসবে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, সংগঠনের দলীয় পরিবেশনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্যাপেট শো, আঞ্চলিক গান, বৈশাখী মেলা, নাগরদোলা, আলোচনা ও কথামালা, কবিগান, নাচ, গান, আবৃত্তি। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ, সোমবার পটিয়া ক্লাব মুক্ত মঞ্চে আয়োজিত এই উৎসবে ছিলো পটিয়া সর্বস্তরের গণমানুষের জোয়ার। সকাল ৯টায় বর্ষবরণ উৎসব এর উদ্বোধন করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আবু জাফর চৌধুরী। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম। তিনি বলেন, বর্ষবরণ বাঙালি চেতনার ঐতিহ্য। হাজার বছরের বাঙালি সংস্কৃতিকে লালন করে পহেলা বৈশাখ। পটিয়াতে ধারাবাহিক সম্মিলিত ভাবে বর্ষবরণ উৎসব আয়োজন শিল্প সংস্কৃতিতে সমৃদ্ধ পটিয়ার একটি ঐতিহাসিক নিদর্শন। এর মাধ্যমে সব ধরনের সম্প্রীতির মিলনমেলা ঘটে।
আবৃত্তি শিল্পী নীহারিকা পাল এর সঞ্চালনায় কথামালার শুরুতেই শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বর্ষবরণ উৎসবে সদস্য সচিব ডা. শাখাওয়াত হোসাইন হিরু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ষবরণ উৎসব কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন।
ধন্যবাদ ও স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বর্ষবরণ উৎসবের সমন্বয়ক আবদুল্লাহ ফারুক রবি ও শৈল্পিক নির্দেশক টিকলু দে। উৎসবে অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য ডা. একেএম নাসির উদ্দিন,পটিয়া ক্লাব এর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আবু শাদাত মোহাম্মদ সায়েম, পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা লায়ন একেএম সালাউদ্দিন, সমাজ সেবা কর্মকর্তা আবুল হোসেন সাবের, সঙ্গীত শিল্পী সত্যজিত দাশ কাঞ্চন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দল এর সদস্য সচিব মীর জাকের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, শিক্ষক নেতা শ্যামল কান্তি দে, শিক্ষানুরাগী শহিদুল ইসলাম, ব্যবসায়ী ইসমাইল হোসেন, পটিয়া থিয়েটারের সাধারণ সম্পাদক অধ্যাপক ভগিরত দাশ, আকতার হোসাইন মানিক, ফিরোজুল আলম চৌধুরী পলাশ, চিত্রশিল্পী হামেদ হাসান, নয়ন দে, আকরাম হোসেন, রাজন দে, ফাহিদুল ইসলাম ফয়সাল, নৃত্যশিল্পী অমিত চক্রবর্তী, শাহ আলম রুবেল, আকাশ দাশ, আলমগীর আলম, জয়নাল আবেদীন, শিবু মল্লিক, হৈমন্তী দে প্রমুখ। আমন্ত্রিত শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করেন সিফাত আমিরী, শারমিন চৌধুরী ও শাহিন আকতার।
এর আগেরদিন অর্থাৎ বর্ষ বিদায়ের দিন প্রায় ৫০০ প্রতিযোগীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪০ জন বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট