এম,আনিসুর রহমানঃ
প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ বছর চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ১২ কর্মকর্তা ও সদস্য পাচ্ছেন ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ (আইজি ব্যাজ)
আসন্ন পুলিশ সপ্তাহে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোঃ বাহারুল আলম তাদের হাতে এ ব্যাজ পরিয়ে দেবেন,একই অনুষ্ঠানে সিএমপি কমিশনার হাসিব আজিজ পাচ্ছেন রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)।
রোববার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনসিয়াল) মোঃ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিএমপি থেকে আইজিপি ব্যাজ প্রাপ্ত’দের মধ্যে অন্যতম হলেন চট্টগ্রামে পুলিশের দুঃসাহসিক অভিযানের প্রতিক হয়ে উঠা বর্তমানে ডবলমুরিং মডেল থানার আওতাধীন আগ্রাবাদ পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আহলাদ ইবনে জামিল, যে কিনা ইতোপূ্র্বে সাহসিকতায় রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) এ ভূষিত হয়েছেন। পুলিশ কর্মকর্তা আহলাদ ইবনে জামিল গত কিছুদিন পূর্বে নগরীর আগ্রাবাদস্থ ক্যাট বাংলা নামীয় প্রতিষ্ঠানের আট লাখ টাকা ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে ডাকাত দলের সদস্যদের হামলায় মারাত্মক জখম প্রাপ্ত হন,তার হাতে ও কানে ছুরিকাঘাত করা হয়, ছুরিকাঘাতের পরেও তিনজন ডাকাতকে গ্রেপ্তার পূর্বক তাদের হেফাজত থেকে ২টি ছোরা,বিল্ডিং ভাঙ্গার সরঞ্জাম এবং ক্যাট বাংলা নামীয় প্রতিষ্ঠান থেকে ডাকাতির ২ লাখ ১২ হাজার টাকা উদ্ধারপূ্র্বক জব্দ করে। জানা গেছে ২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কর্মের স্বীকৃতিস্বরূপ এসব পুলিশ সদস্যকে “পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ-২০২৪” প্রদান করা হচ্ছে।
Leave a Reply