আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ
আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রেক্ষিতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির বাইশারীতে জামায়াতে ইসলামী আনন্দ মিছিল করেছে।
শনিবার (১০ মে) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হলে পরদিন ১১ মে বিকেলে বাইশারী বাজার চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাইশারী ইউনিয়ন শাখার উদ্যোগেই এ উল্লাস মিছিল প্রকাশ করে।
রবিবার (১১ মে) বিকেল ৭টায় বাইশারী বাজার চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা “জনবিচ্ছিন্ন সরকারের বিদায়”, “গণশত্রুদের রাজনীতি বন্ধ হোক”, “নতুন সূর্য উঠেছে—জেগে উঠুক বাংলাদেশ” ইত্যাদি স্লোগান দেন।
এ সময় বক্তারা বলেন “আওয়ামী লীগ গত এক যুগ ধরে দেশের গণতন্ত্রকে পকেটস্থ করেছে। এই নিষিদ্ধকরণ দেশের ভবিষ্যতের জন্য কল্যাণকর। আমরা আন্তর্বর্তীকালীন সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।”
“আজ আমরা আনন্দিত, কারণ যারা ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তাদের আজ রাজনৈতিক মঞ্চ থেকে বিদায় জানানো হয়েছে। “দীর্ঘদিন ধরে আমরা আওয়ামী লীগের দমন-পীড়ন দেখেছি। ছাত্রদের এই মিছিল আমাদেরও আশা জাগায়—নতুন বাংলাদেশ গঠনের।”
এছাড়া মিছিলে অংশ নেওয়া অনেকেই বলেন, রাজনীতিকে জনগণের জন্য ফিরিয়ে আনার যে পদক্ষেপ অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, তা নিঃসন্দেহে সময়োপযোগী ও সাহসী।
আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। বাইশারীতে এই শান্তিপূর্ণ মিছিল প্রমাণ করে, জনগণ এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছে।
Leave a Reply