1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বহুল প্রতীক্ষার শেষে প্রথমবারের মতো গঠিত হলো ১২ নং সরাইপাড়া ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল কমিটি, রাজপথে আনন্দ র‍্যালী ডাকসুর প্রথম সভা অনুষ্ঠিত, সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি। রাজশাহীতে বহিষ্কৃত ডিবি হাসানের সহযোগীদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি চট্টগ্রাম নগরীতে অর্ধগলিত মরদেহ উদ্ধার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ সেগুন কাঠ জব্দ বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে সেনাবাহিনীর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। বান্দরবান বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রীদের নিয়ে আল- আরাফাহ্ ইসলামী ব্যাংক’র ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন। শঙ্খ নদীতে ভেসে আসল অর্ধগলিত যুবকের লাশ লালন সাধনার এক অনন্য দূত ফরিদা পারভীন। -সোহেল মো. ফখরুদ-দীন স্ত্রীকে ধর্ষণের পর তার সামনেই স্বামীকে হত্যা,ঘাতক আটক

চাটগাঁ ভাষার বানানরীতি শীর্ষক সেমিনার সুনর্দিষ্টি বানানরীতি থাকলে এই ভাষা আরো সমৃদ্ধ হবে -ড. আবুল কাসেম

  • সময় রবিবার, ১৮ মে, ২০২৫
  • ২৩৯ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

বিশ্বে প্রায় দেড় কোটি মানুষ চাটগাঁ ভাষায় কথা বলে। সুনির্দিষ্টি বানানরীতি থাকলে এই ভাষা আরো সমৃদ্ধ হবে এবং কখনো এই ভাষার মৃত্যু হবে না। আমরা চাই এই ভাষা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সঞ্চালতি হোক। চাটগাঁ ভাষার বানান রীতি শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনকারী বিশিষ্ট ভাষা গবেষক প্রফেসর ড. মোঃ আবুল কাসেম একথা বলেন। তিনি তথ্যসমৃদ্ধ লিখিত প্রবন্ধে আরো বলেন, এই ভাষা পৃথিবীর প্রথম ১০০টি ভাষার ৮৮তম অবস্থানে রয়েছে এবং এই ভাষার প্রচুর সমৃদ্ধ মৌখিক তথা লোক সাহিত্য রয়েছে। বহুবিদ কারণে আজ ভাষাটি অবক্ষয়ের কবলে। এই প্রক্রিয়া চলতে থাকলে কোন না কোন সময় প্রমিত ভাষার আগ্রাসনে প্রন্তিক অঞ্চলের এই সমৃদ্ধ ভাষাটি পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে যেতে পারে। তাই সাধারণের মধ্যে এই ভাষার ভাবমূর্তি ও মর্যদাবোধে পরিবর্তন আনতে হবে। ভাষাটিকে মুক্ত কার জন্য নানাবিধ কর্মসূচী গ্রহণ করা উচিত। গত ১৭ মে (শনিবার) চাটগাঁ ভাষা পরিষদ আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন পরিষদের জেষ্ঠ্য সহ সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ। সূচনা বক্তব্য রাখেন গবেষক ড. শ্যামল কান্তি দত্ত। পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় এই সেমিনারে আলোচনায় অংশ নেন, সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:) ট্রাস্টের সচিব এ ওয়াই এম জাফর,কবি ইউসুফ মোহাম্মদ, এ্যাডভোকটে জিয়া হাবিব আহসান, এ্যাডভোকটে সৈয়দ মোহাম্মদ হারুন, সাংবাদকি নাসির উদ্দীন হায়দার, ছড়াকার উৎপল কান্তি বড়ুয়া, ছড়াকার তালুকদার হালমি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ইকবাল হায়দার, লেখক তৌফিকুল ইসলাম চৌধুরী, কবি অরুন শীল, গবেষক শামসুল আরেফিন,অধ্যাপক আহমেদ মাওলা, অধ্যাপক সনজীব বড়ুয়া, অধ্যাপক মোহাম্মদ আবদুস সালাম, ড. আজাদ বুলবুল, গবেষক তসলিম মুহম্মদ, অধ্যাপক রুহু রুহেল, প্রকাশক আলী প্রয়াস, গবেষক সোহেল মোহাম্মদ ফকরুদ্দিন, গবেষক মোহাম্মদ রেজাউল করিম, অধ্যাপক মো: বশরি উল্লাহ সাইমুম, প্রুফার আকবর চৌধুরী, উন্নয়নকর্মী মোহাম্মদ ওবায়দুর রহমান, গীতিকার হুমায়ুন চৌধুরী, পরিবেশকর্মী কামাল উদ্দনি চৌধুরী, গ্রন্থাকারিক ও সাংবাদিক জাহের মোঃ আলাউদ্দিন খান ও ফটো সাংবাদিক মোঃ আসিফ ইকবাল প্রমুখ । সভাপতির বক্তব্যে ডা. মঈনুল ইসলাম মাহমুদ বলেন , প্রসঙ্গক্রমে প্রধান উপদষ্টা ড. মুহাম্মদ ইউনুসের প্রশংসা করে বলেন, তিনি চট্টগ্রাম কেন্দ্রিক যে কোন অনুষ্ঠানে চাটগাঁ ভাষার প্রতি যে প্রীতি প্রকাশ করেন তার জন্য আমরা গর্বিত এবং এই কারণে আজকের সেমিনারে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট