মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজার সমুদ্র সৈকতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের প্রশিক্ষণ দিয়েছে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যরা।
রোববার থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ বুধবারই সনদ বিতরণের মধ্য দিয়ে শেষ হচ্ছে বলে জানিয়েছেন কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম।
সমুদ্র সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে জানিয়ে উপ-সহকারী পরিচালক বলেন, মার্কিন দূতাবাসের সহযোগিতায় দেশটির সেনা ও বিমান বাহিনীর সদস্যরা বাংলাদেশ ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের এই প্রশিক্ষন দেন। সবশেষ আজ প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদ বিতরণ করেন প্রশিক্ষকরা।
তিনি বলেন, মূলত বন্যা, জলোচ্ছ্বাস ও ঘুর্ণিঝড় কবলিত এলাকায় আক্রান্ত মানুষদের উদ্ধার বিষয়ে চারদিনব্যাপী এই প্রশিক্ষণ ছিল। বন্যা ও ঘূর্ণিঝড়ের কবলে আটকে থাকা ব্যক্তিদের এবং পানিতে ভেসে যাওয়াদের উদ্ধারসহ নানান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে কক্সবাজার ফায়ার সার্ভিসের ১৫ কর্মকর্তা ও অগ্নিনির্বাপণকারী কর্মী অংশ নেন।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে,বলেন তানহারুল ইসলাম।
এদিকে মার্কিন সেনা ও বিমান বাহিনীর সদস্যদের প্রশিক্ষণের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে এবং এসব ছবির নিচে অনেককেই নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে।
এ বিষয়ে কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম বলেন, এটা তেমন কিছু নয়। আমরা শুধু প্রশিক্ষণ নিয়েছি। প্রশিক্ষণ শেষে তারা আজই চলে যাবেন।
Leave a Reply