চট্টগ্রাম প্রতিনিধি:-
লিবারেল ডেমোক্রেটিক পাটি (এলডিপি’র) পটিয়া পৌরসভা ৩ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষ্যে
এক কর্মীসভা ২৫মে রবিবার সন্ধায় স্থানীয় মাজার প্রাঙ্গনে পটিয়া পৌরসভা এলডিপি’র যুগ্ম আহবায়ক ও সদর বনিক সমিতির সভাপতি গাজী আমির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা এলডিপি’র যুগ্ম আহবায়ক মোহাম্মদ সৈয়দ, প্রধান বক্তা ছিলেন পটিয়া পৌরসভা এলডিপি’র সদস্য সচিব মুজিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা গনতান্ত্রিক ছাএদলের সদস্য সচিব আমিনুল হক তামিম,বক্তব্য রাখেন নুরুল আলম, দেলোয়ার হোসেন, দিদারুল আলম, সাইফুল ইসলাম, কানুন রশিদ, দেলোয়ার হোসেন (সুজন), এস এম আরেক উল্লাহ আমিরী,এরশাদ, আজম, জুয়েল, রিমন প্রমুখ।
সভার শেষে উপস্থিত সর্বসম্মতিক্রমে আরব উল্লাহ আমিরী সভাপতি, কানুন রশিদ সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেন সুজন কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ৩ নম্বর ওয়ার্ড এলডিপি’র কমিটি গঠন করা হয়। সভায় বক্তারা বলেন ইতিমধ্যে পটিয়া পৌরসভার ৯ টি ওয়ার্ড কমিটির মধ্যে ৭ টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে এ ধারাবাহিক অক্ষুন্ন রাখতে সবাই মিলমিশে দলকে শক্তি শালী ও সুসংগঠিত আহবান জানান।
Leave a Reply