1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম’র উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  বিদেশ পাঠানোর নাম করে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ বাঘাইছড়িতে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত লক্ষ্মীপুরে প্রশাসনের অভিযানে ভেজাল খাদ্যে প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা। ডাকসু নির্বাচন ভিপি পদে ৪৫, জিএস ১৯ প্রার্থী, ভোটার ৩৯,৮৭৪। সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ, আইসিটি ও ইনোভেশন এবং তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষন ও পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত। ঢাকা বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ বিদেশি নাগরিক আটক। মোবাইল নিয়ে বিরোধের জেরে ২ জনকে কুপিয়ে জখম, একজনের অবস্থা আশংকাজনক চট্টগ্রামের পটিয়াতে সেপটিক ট্যাংকিতে পড়ে দুই শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ঘুরতে এসে তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ৪০ ঘন্টা পর লাশ উদ্ধার

মইজ্জার টেক হাটে মরুর অতিথি উট

  • সময় বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৮৬ পঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :
চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জার টেক কুরবানির পশুর হাট এবার যেন একটু বেশিই বিশেষ। গরু-ছাগলের সঙ্গেই এবার ক্রেতা ও কৌতূহলী দর্শনার্থীদের নজর কেড়েছে মরুপ্রাণী উট। মরুর এই বিশালদেহী প্রাণীগুলো প্রথম দেখাতেই সবার দৃষ্টি কেড়ে নিচ্ছে।

হাটে গিয়ে দেখা যায়, কয়েকটি উটকে সুন্দরভাবে ধোয়া-মুছা করে প্রস্তুত করে রাখা হয়েছে। বিক্রেতারা নিয়মিত পরিচর্যা করছেন তাদের। কেউ দিচ্ছেন পানি, কেউ আবার তেল মালিশ করে নিচ্ছেন উটের পরিচর্যায় মনোযোগ। এরই মধ্যে হাটের প্রতিটি কোনায় দর্শনার্থীদের মধ্যে উটকে ঘিরে চলছে সেলফি তোলার ধুম। শিশু, তরুণ, বৃদ্ধ—সব বয়সী মানুষই বিস্ময়ভরা চোখে দেখছেন এই অনন্য প্রাণীগুলোর আচরণ ও চালচলন।

প্রতিবছর কুরবানির মৌসুমে চট্টগ্রামের কিছু হাটে এক-দুটি উট আনা হলেও, এবার মইজ্জার টেক হাটে উটের সংখ্যা বেশি। হাট কর্তৃপক্ষ জানান, এসব উট এসেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বেশি দেখা গেলেও বাংলাদেশ ঈদুল আজহাকে কেন্দ্র করে হাটে অল্প সংখ্যকমানুষকে উট দেখা যায়।

উটের দাম অন্যান্য কুরবানির পশুর তুলনায় একটু বেশি হলেও, অনেকে আলাদা কিছু কুরবানি দেওয়ার ইচ্ছায় উট কিনতে আগ্রহ প্রকাশ করছেন। দাম শুরু হয়েছে ১৫ লাখ টাকা থেকে, কিছু উটের দাম উঠেছে ২৫-৩০ লাখ টাকায় পর্যন্ত।

হাটে কথা হয় নগরীর আগ্রাবাদ থেকে আসা ক্রেতার রায়হান সঙ্গে। তিনি বলেন,
“উটের কুরবানি একদম আলাদা একটা অনুভূতি। গত বছর সিদ্ধান্ত নিয়েছিলাম, এবার যদি সুযোগ হয় তাহলে উটই কিনব। এখন দেখে মনে হচ্ছে সিদ্ধান্তটা সঠিক ছিল।”

হাট কর্তৃপক্ষ জানালেন, উট কেনার পাশাপাশি অনেকেই শুধু দেখতেই হাটে আসছেন, ফলে সাধারণ গরুর হাটের চেয়েও অনেক বেশি উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। নিরাপত্তার বিষয়েও সতর্ক রয়েছে প্রশাসন ও আয়োজকরা—হাটে রয়েছে সিসি ক্যামেরা, নিরাপত্তাকর্মী, এবং পশুর স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আলাদা মেডিকেল টিম।

বিশেষজ্ঞদের মতে, উটের মাংস খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। তবে উট জবাইয়ের ক্ষেত্রে কিছু বাড়তি সতর্কতা প্রয়োজন, যেটি পালন করতে হবে ইসলামি শরিয়াহ অনুযায়ী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট