1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্ণাঢ্য আয়োজনে ঘাসিয়ার পাড়া মহল্লা কমিটির মহল্লা উৎসব অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব সাংগুর বোর্ড মিটিং ও শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে বীর মুক্তিযোদ্ধা প‌রিবা‌রের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ঐতিহ্যবাহী কদম মোবারক মুসলিম এতিমখানায় ৩৩০ এতিম শিশুর মাঝে শীতবস্ত্র বিতরণ বোয়ালখালী পোপাদিয়া বাদামতল শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সীতাকুণ্ডে কেন্দ্র পরিদর্শনে রাষ্ট্রদূত এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মনোনীত হলেন আর.এস.এম. নিজাম উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৫ লাখের অধিক আনসার সদস্যরা নির্বাচনে দায়িত্ব পালন করবেন। আদর্শ ছাত্র ও যুব সমাজের উদ্যোগে কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন। দেড়শো বছরের পুরনো জমিদার বাড়ির মিলনমেলা, শিকড়ের টানে এক হলেন উত্তরসূরিরা

শ্রম সংস্কার কমিশনের সুপারিশের আলোকে চট্টগ্রামে শ্রমজীবী জনগোষ্ঠীর প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ।

  • সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ২৮২ পঠিত

 

বিলস যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক চট্টগ্রামের উদ্যোগে আজ ২৯ মে বিকাল ৪.০০ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন লাইব্রেরী হলে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তবর্তী সরকার কর্তৃক গঠিত শ্রম সংষ্কার কমিশন চেয়ারম্যান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শ্রম-ইস্যুতে গবেষক অধ্যাপক মুহাম্মদ শাহিন চৌধুরী, সাংবাদিক নেতা নাজিম উদ্দীন শ্যামল।

বিশিষ্ট শ্রমিক নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও জেএসজে’র অন্যতম নেতা পাহাড়ী ভট্টাচার্য-এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, টিইউসি চট্টগ্রাম জেলা সভাপতি ও শ্রম সংস্কার কমিশনের সদস্য তপন দত্ত, বিএসএফ কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতন, বিএলএফ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা বিশ্বজিৎ শর্মা, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, বিএফটিইউসি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক কে এম শহিদুল্লাহ, যুগ্ম সম্পাদক রিজওয়ানুর রহমান খান, বিজেএসএফ চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন শাহিন, নারী নেত্রী ও চট্টগ্রাম মহানগর নারী শ্রমিক দলের সভাপতি শাহেনেওয়াজ চৌধুরী, বিএমএসএফ- এর নাজমা আক্তার, বিএলএফ চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আবু আহমেদ মিঞা, সভাপতি নুরুল আবছার তৌহিদ, হাজী আলমগীর, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, গোলাম শাহরিয়ার, হুমায়ুন কবির, লুৎফন নাহার সোনিয়া, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

চট্টগ্রামের এক ঝাঁক উদীয়মান যুবা শ্রমিক নেতাদের উপস্থিতিতে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান মে দিবসের চেতনা, আদর্শ, ঐক্যবদ্ধ অধিকার আদায়ের সংগ্রামের ফসল আজকের এই আলোচনা সভা। তিনি চট্টগ্রামে উদীয়মান যুব শ্রমিক নেতাদের ভূয়সী প্রশংসা করে বলেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে আপনাদের আরো দুরদর্শি ভূমিকা পালন করতে হবে।
তিনি এই সুপারিশের আলোকে সকল বক্তার বক্তব্য নোট করেন এবং বিশ্লেষণ পূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সকল শ্রমিকদের জন্য এই সুপারিশে কার্যকর নীতিমালা প্রনয়ন ও শ্রমিকবান্ধব শ্রম আইনের সংষ্কারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আগামী দিনগুলোতে শ্রমিকদের সকল প্রকার ন্যার্যতা আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে মহান মে দিবসের তাৎপর্য ধারণ করতে পরামর্শ দেন।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা এ এম নাজিম উদ্দীন বলেন, চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ আগামী দিনগুলোতে চট্টগ্রামে শ্রমিকদের জন্য আলোকবর্তিকা হয়ে কাজ করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট