1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আন্দোলনের ত্যাগীদের মূল্যায়ন না হলে লজ্জা ছাড়া কিছু থাকবে না: মোস্তাক আহমেদ খাঁন ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসস পাঁচলাইশ থানার বর্ণাঢ্য র‍্যালি রাঙ্গামাটি দারুল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও উপহার বিতরণ অনুষ্ঠিত সীতাকুণ্ড জান্নাতুল বানাত হিফয মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ’র অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে নবীন- প্রবীণনের প্রতিদন্ধিতাঃ রাজনীতির মেরুকরণ চট্টগ্রামে ত্রিমুখী র‌্যাব-৭ এর অভিযান—গুলির পর্দা ফাঁস,অস্ত্রসহ ছয় সন্ত্রাসী গ্রেফতার সীতাকুণ্ডে মালবাহী ট্রেন বগি লাইনচ্যুত চট্টগ্রাম হা‌লিশহ‌রে ছুরিকাঘাতে যুবক খুন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ

বিলাইছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩০কেজি করে চাল বিতরণ

  • সময় রবিবার, ১ জুন, ২০২৫
  • ২১৯ পঠিত

মোঃ কায়সার. চট্টগ্রাম প্রতিনিধি।

রাঙ্গামাটির বিলাইছড়িতে গতকাল শনিবার ৩১ মে ২০২৫ তারিখ ১৬:৪০ ঘটিকায় বিলাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা খাদ্য গুদামের সামনে বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক এর উপস্থিতিতে অতি বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করা হয়।

এসময় ক্ষতিগ্রস্ত ৭ টি পরিবারের মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে মোট ২১০ কেজি চাল বিতরণ করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সুজন বড়ুয়া ও রেড ক্রিসেন্ট টীমের উপজেলা ইউনিটের সভাপতি মোঃ আলী আজগর।
এ সময় ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক। তিনি বলেন,“ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে প্রাথমিক খাদ্য নিরাপত্তা পায়, সেই লক্ষ্যেই দ্রুত এ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।”

রেড ক্রিসেন্টের উপজেলা ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে আরও সহায়তার উদ্যোগ নেয়া হবে।

প্রাকৃতিক দুর্যোগে বিলাইছড়ি বারবার ক্ষতিগ্রস্ত
উল্লেখ্য, পার্বত্য অঞ্চল হিসেবে বিলাইছড়ি প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ— বিশেষ করে অতিবৃষ্টি, ভূমিধস ও পাহাড়ি ঢলের মুখে পড়ে। এ কারণে এখানকার বাসিন্দারা বছরের বেশ কিছু সময় ঝুঁকির মধ্যে কাটান। এ ধরনের দুর্যোগে প্রশাসনের দ্রুত ত্রাণ কার্যক্রম স্থানীয়দের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করে।

ত্রাণ পাওয়া পরিবারের কৃতজ্ঞতা ও কার্যক্রম শেষে ত্রাণপ্রাপ্ত পরিবারগুলো তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“বৃষ্টিতে আমাদের ধানা জমি পানির নিচে তলিয়ে গেছে। হাতে কোনো খাবার ছিল না। উপজেলা প্রশাসন চাল দিয়ে পাশে দাঁড়িয়েছে— এজন্য আমরা কৃতজ্ঞ।”

উপজেলা প্রশাসনের প্রতিশ্রুতি
উপজেলা নির্বাহী অফিসার জানান, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য প্রশাসন প্রস্তুত আছে। পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট