সীতাকুণ্ড প্রতিনিধি
জাতীয় পুষ্টি সপ্তাহে উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সকাল ১১ টায় উপজেলা পরিষদ স্কুলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষার্থীরা অংশ গ্রহণে প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আলতাফ হোসেন, ডা: তন্ময়, ফখরুল আমিনসহ অফিস সহকারীরা।
প্রতিযোগিতা শেষে স্বাস্থ্য কর্মকর্তা বলেন, জাতীয় পুষ্টি সপ্তাহের পঞ্চম দিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ে চিত্রাংনের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে গর্ভবতি মা’দের বিশেষ সেবা,এতিম খানায় খাবার সরবরাহসহ ক্যাম্পেইন ও পুষ্টির উপর সেমিনার সম্পন্ন হয়। আগামীকাল সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে বলে জানান তিনি।
Leave a Reply