1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ক্লাব অব চিটাগাং বে বেঙ্গল এর নব-গঠিত কমিটির দায়িত্বভার গ্রহণ “তুমি লিখে তোমার ভাবিকে দিও” -লায়ন মোঃ আবু ছালেহ্ আলোকিত এক মনীষী : ভাষাসৈনিক অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান (ইবনে সাজ্জাদ) -সোহেল মো. ফখরুদ-দীন সাপে কাটার চিকিৎসা নিশ্চিতকরণে বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে সমন্বয় সভা চট্টগ্রামে ফ্লাইওভারের নাট বল্টু খুলতে গিয়ে হাতনাতে ধরা আটক ৩ বোয়ালখালীতে মদসহ গ্যাস বাবুল গ্রেপ্তার চট্টগ্রামে টাইফয়েডের টিকাদান ১ সেপ্টেম্বর থেকে, মিলবে জন্মসনদ না থাকলেও সীতাকুন্ডে গণ-সংলাপ বাঘাইছড়িতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস২০২৫ উদযাপন ‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে নাগরিক সমাজের ভূমিকা ও করনীয়’ শীর্ষক আলোচনা সভা

পটিয়ায় ঐতিহাসিক হাজী আনোয়ার আলী জামে মসজিদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৭৩ পঠিত

পটিয়া, চট্টগ্রাম | ১৫ জুন ২০২৫ (রবিবার)

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ্ববর্তী পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহাসিক “হাজী আনোয়ার আলী জামে মসজিদ” সংরক্ষণ ও সংস্কারের দাবিতে আজ শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় মসজিদ প্রাঙ্গণের সামনে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে পটিয়া ইতিহাস সংরক্ষণ পরিষদের উদ্যোগে স্থানীয় নাগরিক ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি দক্ষিণ চট্টগ্রামের মুসলিম সমাজের ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্যের একটি অমূল্য নিদর্শন। ১৮ শতকের শুরুতে দানবীর হাজী আনোয়ার আলী কর্তৃক নির্মিত এই মসজিদটি বর্তমানে সড়ক সম্প্রসারণের কারণে ঝুঁকির মুখে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে।
পরে একটি প্রতিনিধি দল পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে চার দফা দাবিতে মসজিদটি সরকারিভাবে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা হিসেবে স্বীকৃতি প্রদান, সংরক্ষণ ও সংস্কার, তথ্যফলক স্থাপন এবং মহাসড়ক সম্প্রসারণ পরিকল্পনায় মসজিদটি অক্ষত রাখার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। পটিয়া ইতিহাস ঐতিহ্য রক্ষা পরিষদের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক লেখক গবেষক আলহাজ লায়ন মোঃ আবু ছালেহ্ বলেন, “চট্টগ্রামের হুলাইন এলাকার ‘মুসা খা মসজিদ’ ধ্বংস হয়ে যাওয়ার মতো দুঃখজনক ঘটনা যেন পটিয়ায় পুনরাবৃত্তি না হয়। এই মসজিদ রক্ষা শুধু পটিয়ার জন্য নয়, এটি জাতীয় ঐতিহ্য সংরক্ষণের অংশ।” স্থানীয় ইতিহাস সচেতন সচেতন নাগরিকগণ আশাবাদ ব্যক্ত করেন, উপজেলা প্রশাসন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং একটি ঐতিহাসিক স্থাপনাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করবে। মানববন্ধন কর্মসুচী ও স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি, বিশিষ্ট ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ-দীন, দৈনিক প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, বিশিষ্ট প্রাবন্ধিক নেচার আহমদ খান, মুসলমান ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, ফারুক আহমেদ রাজু, আইরিন সুলতানা, মো. ফরহাদ,মো. মিসকাত,তাজুল ইসলাম, মিসবাহ উদ্দিন, হারুনর রশীদ, রবিউল হুসাইন, ইমতিয়াজ, রিয়াদ,সাইফুল্লাহ চৌধুরী, মোরশেদ আলী,মনছুর আলম,ইকবাল হোসেন,আহমদ মিশকাত প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট