আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীতে সাংবাদিক শহিদুল ইসলাম কে পরিকল্পিতভাবে হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এতে তার দুই চোখই ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৮ জুন (বুধবার) রাতে ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ বন্দরটিলা শাহ প্লাজায় এ ঘটনা ঘটে। সাংবাদিক শহিদুল ইসলাম ও তার ছেলে কে ডেকে পরিকল্পিত ভাবে শাহ প্লাজার ইনচার্জ মনির হোসেন গং এ হত্যাচেষ্টা করেন। পরে গুরুতর আহত অবস্থায় সাংবাদিক শহিদুল ইসলাম ও তার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। এ বিষয়ে ইপিজেড থানায় অভিযোগ দায়ের এর প্রস্তুতি চলছে।
অভিযোগে বলা হয়, ‘অফিস শেষ করে বাসায় ফেরার পথে উদ্দেশ্যপ্রণোদিতভাবে শাহ প্লাজার ইনচার্জ মনির হোসেন তাদেরকে হত্যচেষ্টা করে। এ বিষয়ে ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) বলেন, ‘মামলার প্রক্রিয়া চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সাংবাদিক শহিদুল ইসলামকে হত্যা চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা। তারা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবী করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এবং সাংবাদিকদের নিরাপত্তায় সরকার ও প্রশাসনের সর্বাত্তোক সহযোগিতা চেয়েছেন।
Leave a Reply