1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম- কক্সবাজার রেলসড়কে চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে পদক্ষেপ জরুরি:নিরাপত্তাহীনতায় যাত্রীরা -আলমগীর আলম আন্দোলনের ত্যাগীদের মূল্যায়ন না হলে লজ্জা ছাড়া কিছু থাকবে না: মোস্তাক আহমেদ খাঁন ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসস পাঁচলাইশ থানার বর্ণাঢ্য র‍্যালি রাঙ্গামাটি দারুল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও উপহার বিতরণ অনুষ্ঠিত সীতাকুণ্ড জান্নাতুল বানাত হিফয মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ’র অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে নবীন- প্রবীণনের প্রতিদন্ধিতাঃ রাজনীতির মেরুকরণ চট্টগ্রামে ত্রিমুখী র‌্যাব-৭ এর অভিযান—গুলির পর্দা ফাঁস,অস্ত্রসহ ছয় সন্ত্রাসী গ্রেফতার সীতাকুণ্ডে মালবাহী ট্রেন বগি লাইনচ্যুত চট্টগ্রাম হা‌লিশহ‌রে ছুরিকাঘাতে যুবক খুন

প্রতারক আব্দুল বাতেনের কবল থেকে নিঃস্ব ওয়াহিদ ইলেকট্রিশিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে রক্ষায় প্রশাসক নিয়োগের দাবিতে মানববন্ধন

  • সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ২৪৯ পঠিত

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটস্থ আরাকান রোডে ওয়াহিদ ইলেকট্রিশিয়ান’স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রধান কার্যালয়ের সামনে সচেতন নাগরিক সমাজ ও ছাত্র জনতার ব্যানারে আজ সোমবার (৩০ জুন) বিকেল ৪টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম এ. এম. ওয়াহিদ কর্তৃক প্রতিষ্ঠিত এতিমখানা বন্ধ করে সেখানে বাণিজ্যিক স্থাপনা নির্মাণ, ট্রেনিং সেন্টার গুঁড়িয়ে দিয়ে সিডিএ এর অনুমোদন ছাড়া অবৈধ দোকান স্থাপনের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আহমেদ কবির। এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সোসাল একশান ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বাংলাদেশের চিফ ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ, মহানগর যুবদলের শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফ, চান্দগাঁও থানা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রায়হান ছিদ্দিকী, ছাত্রনেতা তাওহিদুল ইসলাম তুহিন , শ্রমিকদল নেতা মো সাহাবউদ্দীন, মানবাধিকার সংগঠক মোহাম্মদ ফরহাদ ও ইলেকট্রিশিয়ান জাহাঙ্গীর।

সচেতন নাগরিক সমাজ ও ছাত্র জনতার মানববন্ধনে সভাপতির বক্তব্যে আহমেদ কবির বলেন,‘‘আব্দুল বাতেনের ধর্মীয় লেবাস দেখে প্রথমে তার উপর আমিও বিশ্বাস রেখেছিলাম। সে যাদের বিরুদ্ধে আমাকে বিচার দিয়েছিলো তারা আসলেও আব্দুল বাতেন কে একাধিক বার ডেকে হাজির করতে পারিনি। সে আমার নাম ব্যবহার করে এই প্রতিষ্ঠানকে বাপ দাদার সম্পত্তিতে পরিণত করতে চেয়েছিল। পরে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানতে পারি আব্দুল বাতেন একজন দুর্ধর্ষ প্রতারক। দীর্ঘ আড়াই বছর ধরে তিনি প্রতিষ্ঠানের নামফলক পর্যন্ত মুছে ফেলেছেন। নিজের কন্যা ও আত্মীয়স্বজন নিয়ে একটি পকেট কমিটি গঠন করে প্রায় ৩০ কোটি টাকার সম্পদ আত্মসাৎ এর ষড়যন্ত্র করছেন। এমনকি এতিমখানা পর্যন্ত গুঁড়িয়ে দিয়েছেন। আমি দেশ ও দশের কল্যানে কাজ করি আমি বেঁচে থাকতে একটা জনহিতকর প্রতিষ্ঠানকে ব্যক্তি স্বার্থের পরিচালিত হতে দেব না। প্রশাসনের প্রতি আহ্বান, অবিলম্বে এই অপকর্মকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে প্রতিষ্ঠানটি রক্ষা করুন।”

ফাউন্ডেশনের ভুক্তভোগী সদস্য এম আওলাদ বলেন, “আব্দুল বাতেন বিগত ২৮ মাস ধরে প্রতিষ্ঠানটির কোনো কার্যক্রম চালাননি। ব্যাংকে সংরক্ষিত গরিব-দুস্থদের জন্য বরাদ্দ অর্থ একক স্বাক্ষরে তুলে আত্মসাৎ করেছেন। তিনি গরীব দুস্থ ও এতিমদের ঠকিয়েছেন, সমাজের সাথে প্রতারণা করেছেন।”

মানববন্ধন থেকে বক্তারা পাঁচ দফা দাবি উত্থাপন করেন:

১. প্রতারক আব্দুল বাতেন ও তার সহযোগীদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত শুরু করতে হবে।
২. ফাউন্ডেশনের পরিচালনার জন্য একটি নিরপেক্ষ প্রশাসক নিয়োগ দিতে হবে।
৩. বাতিল করতে হবে বাতেন কর্তৃক গঠিত পকেট কমিটি এবং পুনরায় জনসেবামূলক কার্যক্রম চালু করতে হবে।
৪. বিগত ২৮ মাসের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করতে হবে। আত্মসাৎকৃত সকল টাকা ফেরত নিয়ে জনসেবামূলক কার্যক্রম ব্যয় করতে হবে ।
৫. আব্দুল বাতেনকে দ্রুত তদন্তসাপেক্ষে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বক্তারা আরও বলেন, ওয়াহিদ ইলেকট্রিশিয়ান’স ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রামের একটি সেবামূলক প্রতিষ্ঠান। দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে। একটি জনহিতকর প্রতিষ্ঠানের ভবিষ্যৎ যাতে একজন প্রতারকের হাতে ধ্বংস না হয়, সে লক্ষ্যে প্রশাসন ও সরকারের জরুরি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রেস বিজ্ঞপ্তিঃ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট