1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
চোরচক্র ছিনতাইকারী সিন্ডিকেটের ফাঁদে অটোরিক্সা অশান্ত রাউজানে হত্যাকান্ড থেমে নেই, আরেক যুবদলকর্মীর লাশ উদ্ধার রাঙামাটিতে চট্টগ্রামস্থ উখিয়া-টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরাম” এর ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন পটিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিবন্ধির জায়গায় বিল্ডিং নির্মাণের অভিযোগ গণঅধিকার পরিষদ সভাপতি ভিপি নুরুল হক নুর’কে আগমন ঘিরে পটিয়াতে উত্তেজনা ক্ষুব্ধ নেতারা রাংগামাটি মাইনি লংগদু যাওয়ার একমাত্র যানবাহনের রাস্তাটি পানির নিচে যশোরের ভ্যান চালকের মেয়ে মীমের ভর্তি নেয়নি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়! রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে প্রাণ গেল দিনমজুরের বোয়ালখালীতে পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ–৫ বোয়ালখালী শাকপুরা ২নং ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের বাবাহারা মেয়ে মনীষা A+ পেয়েছে এসএসসিতে।

ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখতে রাঙ্গামাটিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

  • সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪১ পঠিত

এম এস শ্রাবণ মাহমুদ

পাহাড় ডিঙিয়ে,পানি পেরিয়ে বৈরী আবহাওয়া কেন্দ্র করে বুধবার (৯জুলাই)২৫খ্রিঃ দুপুরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য ঋতুপর্ণা চাকমার ‘মা বসুপতি চাকমা’র ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন।
অসুস্থ বসুবতি চাকমাকে দেখতে তার গ্রামের বাড়ি রাঙ্গামাটি সদরস্থ কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের মঘাছড়ি গ্রামে গিয়ে ঋতুপর্ণার মায়ের খোঁজ-খবর নেন রিজভী।

এ সময় ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে ১ লাখ টাকা এবং জেলা বিএনপি থেকে ১ লাখ টাকা সহ – মোট ০২ লক্ষ( দুই লাখ)টাকা অনুদান বসুপতির হাতে তুলে দেন
রিজভী এবং তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরো বলেন, তারেক রহমানের নির্দেশে ঋতুপর্ণা চাকমার মায়ের সঙ্গে দেখা করে তার রোগমুক্তির প্রার্থনা করেছি এবং তারেক রহমানের সহযোগিতা পৌঁছে দিয়েছি।
এ-সময় তিনি বলেন, মগাইছড়ি গ্রামে যাতায়াতে সড়ক নির্মাণ নিয়ে গত ১৭ বছর ধরে উন্নয়নের যে বুলি উড়ানো হয়েছে, আজকে আমরা’তা সরেজমিনে এসে তার বাস্তব প্রমাণ পেয়ে গিয়েছি,কিছুই নেই। একই সঙ্গে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবিও তুলে ধরেন তিনি,

রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলটিতে ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।
এছাড়া ও রাঙামাটি জেলা বিএনপির সভাপতিঃ দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদকঃ অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন,
রাঙ্গামাটি জেলা (জাসাস) সভাপতি কামাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য রাজীব জাফর চৌধুরী এবং জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট