মোঃ শহিদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রামঃ
চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে (সাবেক এম এ আজিজ স্টেডিয়াম) বুধবার ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে অনন্য এক সাংস্কৃতিক ও প্রযুক্তি-ভিত্তিক আয়োজন — ‘জুলাইয়ের গান ও ড্রোন শো’।
জুলাই মাসের গৌরবময় ইতিহাস ও ১৯৭২ সালের গণজাগরণকে কেন্দ্র করে এই ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত ও ঐতিহাসিকভাবে সংযুক্ত করতেই এই প্রয়াস, বলে জানিয়েছেন আয়োজকরা।
সন্ধ্যা নামতেই গানের ঝঙ্কারে মুখরিত স্টেডিয়াম
জুলাই বিপ্লবকে কেন্দ্র করে সুর ও ছন্দে বর্ণিল ব্যান্ড সংগীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় শিল্পীরা। আর আকাশজুড়ে আলো ছড়িয়ে ড্রোন শো উপস্থাপন করবে ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত ও বার্তা।
নিরাপত্তা বেষ্টনী থাকবে সর্বোচ্চ সতর্কতায়
উন্মুক্ত এ আয়োজনে বিপুল জনসমাগম প্রত্যাশিত হওয়ায়, সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে একাধিক স্তরের নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। মাঠ ও তার আশপাশে বসানো হবে পর্যবেক্ষণ ক্যামেরা ও কন্ট্রোল রুম।
১৫ জুলাই মঙ্গলবার রাতে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন—
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী
সচিব মোঃ মফিদুর রহমান”বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন
পুলিশ কমিশনার হাসিব আজিজ,জেলা প্রশাসক ফরিদা খানম, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলামসহ সরকারের শীর্ষ কর্মকর্তাবৃন্দ।
ফারুকীর বক্তব্যে ইতিহাসের সাথে হৃদয়ের সংযোগ
“এই আয়োজন শুধু বিনোদন নয়—এটি একটি আবেগ, একটি ঐতিহাসিক বার্তা। প্রযুক্তির মাধ্যমে ইতিহাসের শক্তি তরুণদের হৃদয়ে প্রবাহিত হোক—এই হোক আমাদের চেতনা।”
Leave a Reply