1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বড়দিন সামনে রেখে চার্চগুলোর নিরাপত্তা জোরদার:জেলা পুলিশের সঙ্গে খ্রিস্টান নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির গায়েবানা জানাজা অহংকারহীন নেতৃত্বের প্রতিচ্ছবি সোলায়মান রুবেল শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির নতুন অধ্যাদেশ জারি। প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াসের ফেসবুক বন্ধ করল মেটা আনোয়ারায় শ্রী শ্রী জ্বালা কুমারী বিদ্যাপীঠে শিক্ষার্থীদের মাঝে গীতা, ড্রেস ও আইডি কার্ড বিতরণ। ওসমান শরীফ হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদে ঈদগাঁওতে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে চট্টগ্রামে ‘কফিন মিছিল’ বিক্ষোভ-ব্লকেড আনোয়ারায় জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন বোয়ালখালীতে বরযাত্রীবাহী টুকটুকি উল্টে গুরুতর আহত যুবক

ভয়াবহ বিপদে মানুষের পাশে না দাঁড়িয়ে ব্যস্ত ভিডিও করতে! -লায়ন মোঃ আবু ছালেহ্

  • সময় শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৪১২ পঠিত

 

মানবিকতা আজ কোথায়? সবাই শুধু নিজের স্বার্থটাই বোঝে। এত ক্ষতিগ্রস্ত এত বিপদ সবাই শুধু নিচের ফোনটা বের করে ভিডিওতে ব্যস্ত, কিংবা অহেতুক ভিড়। এগুলো উদ্ধার কাজে ব্যাহত ঘটায়। এদের শাস্তির আওতায় নিয়ে আসা দরকার। যারা এভাবে উদ্ধার কাজে ব্যাহত ঘটায় তারা সত্যিই অপরাধী, ভিডিওম্যানরা যদি পরিস্থিতিটা নিজেকে দিয়ে বিবেচনা করত আদৌ তারা কি ভিডিও করতো, বিপদ থেকে উদ্ধার না করে? ৩০০ টাকায় ১ লিটার পানি খেতে হয়! মনে রাখা প্রয়োজন আল্লাহ সবকিছু দেখে এবং জানে সব কিছুর বিচার হবে। টিকটক নামক সোশ্যাল মিডিয়া এবং ভুয়া সাংবাদিক সাংবাদিকতার নামে প্রতারণা এদের বিরুদ্ধে সোচ্চার হওয়া অতীব জরুরি। যারা পানির দাম অনেক বেশি রেখেছে তারা মৃত্যু কালে পানির জন্য যেন হাহাকার করে মরে।
এটাই আজকের সমাজের নির্মম বাস্তবতা।আগে মানুষ বিপদে পড়লে চারপাশে ছুটে আসত সাহায্যের হাত বাড়াতে, এখন সবাই ছুটে আসে মোবাইলের ক্যামেরা অন করতে। মানুষের ব্যথা আর কান্না এখন যেন কনটেন্টের অংশ হয়ে গেছে। কেউ বাঁচছে না, কেউ বাঁচাচ্ছে না—সবাই শুধু দৃশ্য ধারণ করছে। এই অমানবিক পরিবর্তন আমাদের চিন্তাভাবনাকেই প্রশ্নবিদ্ধ করে। মানুষ কবে আবার মানুষ হবে?
দিন দিন একটা অসুস্থ জেনারেশন তৈরী হচ্ছে। সেইসাথে বুড়ো গুলোরও ভীমরতি ধরছে। মানুষ হিসেবে আমরা লজ্জিত। সোশ্যাল মিডিয়া থেকে মানুষের অর্থ ইনকাম বন্ধ করে দিলে সবকিছু সমাধান হবে। আমাদের লজ্জা শরম কিছুই নাই। ভিডিও ফুটেজে দেখেছি যে ছেলেটা মাহাতাব ছোট একটা পোড়া শরীর রাস্তায় রাস্তায় অসহায় হয়ে এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে, গায়ে শুধু কোমড়ে প্যান্টের কিছু অংশ আস্ত আছে। আশেপাশে রিকশা, সিএনজি অটোরিকশার অভাব নেই অথচ কোনো চালক নিজে এগিয়ে এসে বাচ্চা ছেলেটাকে গাড়িতে তুলে হাসপাতালে দিয়ে আসার মানসিকতা কারোর মধ্যে দেখা গেলনা। কি আজব মানুষের দেশ আমাদের দেশটা অথচ ভারতকে নিয়ে অভিযোগের শেষ নেই তাদের। চায়ের দোকান থেকে শুরু করে বাড়ি কোনটাই বাদ যায়না ভারত বিদ্বেষী মন্তব্যের। অথচ তারা জানেও না তারা ভারতের লোকদের থেকেও আরো একধাপ এগিয়ে। ভিডিওটা যতই চোখে পড়ে ঘৃণা এমনিতেই চলে আসে এমন দেশে জন্ম নিয়েছি যেখানে মনুষ্যত্বের ছিটেফোঁটাও নেই। দেশে ৮০-৯০% মানুষ এখন মানসিক বিকারগ্রস্ত। কনটেন্ট মনিটাইজেশনের নামে বিকৃত নেশা।
যখনই কোনো দুর্ঘটনা ঘটে বা জাতির ক্রান্তিলগ্ন আসে ঠিক তখনই কিছু নিষ্ঠুর বিকৃত মনের মানুষ ফোন হাতে ছুটে আসে ভিডিও করতে। তাদের চোখে মৃতদেহ, কান্নারত মানুষ, রক্তাক্ত রাস্তাও কেবল “কনটেন্ট”।এরা মানুষের নয়, ভিউয়ের পূজারি।
আপনি রাস্তার পাশে মৃতপ্রায় হয়ে পড়ে থাকলেও এদের কাছে আপনি একটা ভিডিও ক্লিপ মাত্র। আহত মানুষের কান্না এই বিকৃত শ্রেণীর লোকদের কাছে যেন ইমোশনাল সাউন্ড ইফেক্ট। এদের ভেতরে নেই কোনো মানসিক ব্যথা, নেই কোনো নৈতিকতা, নেই কোনো আবেগ।

লেখকঃ চেয়ারম্যান, গড়বো বাংলাদেশ ফাউন্ডেশন

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট