1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১১:০০ অপরাহ্ন
শিরোনামঃ
লোহাগাড়ায় বন্ধ ট্রমা সেন্টার পুনরায় চালুর উদ্যোগ রাউজানে বিএনপি নেতা সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খন্দকারের গাড়িবহরে সন্ত্রাসী হামলা সীতাকুণ্ড পৌরসভার ডেঙ্গুবিরোধী প্রচার অভিযান বর্ণাঢ্য আয়োজনে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসায় নাসীহা প্রোগ্রাম অনুষ্ঠিত ভালুকায় মাহিন্দ্রার সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত ২ ১০ হাজার মানুষের দুঃখের নাম—রাস্তা, পায়ে হাঁটাও অসম্ভব, মানববন্ধনে ফুঁসে উঠলো এলাকাবাসী জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় ২৪তম মৃত্যুবার্ষিকী স্মরণানুষ্ঠানে বক্তারা: আহমদ ছফার মেধা ও কর্মকে যারা ধারণ করতে পারে তারাই সাহিত্যের প্রকৃত সমঝদার কবিতাঃ আমজনতা -উত্তম কে বড়ুয়া “ক্বলবুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ” এর প্রাথমিক কেন্দ্রীয় কমিটি গঠন

ডেঙ্গু-চিকুনগুনিয়া পরীক্ষায় হয়রানি রোধে কঠোর নির্দেশনা, RT-PCR ফি সর্বোচ্চ ৪৫০০ টাকা নির্ধারণ

  • সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩৪ পঠিত

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ

চলমান ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সংক্রমণ রোধ ও রোগ নির্ণয়ে নগরবাসীর সেবা নিশ্চিতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এক জরুরি বৈঠকে মিলিত হন নগরীর বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও বেসরকারি হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সাথে।

রোগ নির্ণয়ে হয়রানি রোধে কঠোর হুশিয়ারি
সভায় সিভিল সার্জন স্পষ্ট করে বলেন—”রোগ নির্ণয়ের নামে অতিরিক্ত ফি আদায় কিংবা হয়রানি মেনে নেওয়া হবে না।” তিনি নির্দেশ দেন, সব ডায়াগনস্টিক ও হাসপাতাল কর্তৃপক্ষ যেন তাদের সেবামূল্য একক তালিকা অনুযায়ী নির্ধারণ করে এবং তা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে স্পষ্টভাবে ঝুলিয়ে দেয়।

ফি নির্ধারণে একক হার ও সরকারের নির্দেশনার প্রতি সম্মান

সভায় উপস্থিত প্রতিনিধিরা সম্মত হন যে, সরকার নির্ধারিত হার মোতাবেকই ফি গ্রহণ করা হবে এবং রোগীর কাছে স্বচ্ছতা বজায় রাখা হবে। চিকুনগুনিয়া পরীক্ষার আরটিপিসিআর (RT-PCR) ফি সর্বোচ্চ ৪৫০০ টাকা নির্ধারণ করে তা আগামীকাল থেকেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রতিশ্রুতি বেসরকারি প্রতিষ্ঠানের—”সেবা হবে হয়রানি মুক্ত”

বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল প্রতিনিধিরা বলেন, “আমরা রোগীদের সর্বোচ্চ সম্মান ও সেবার নিশ্চয়তা দিতে বদ্ধপরিকর।” তারা সঠিক নিয়মে পরীক্ষার ফি নির্ধারণ, হয়রানিমুক্ত সেবা প্রদান এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে পালনের প্রতিশ্রুতি দেন।

কঠোর নজরদারি ও অভিযানের ইঙ্গিত

সিভিল সার্জন আরও জানান, “যেসব প্রতিষ্ঠান নির্ধারিত ফি লঙ্ঘন করবে বা মূল্য তালিকা প্রকাশ না করে সাধারণ মানুষকে হয়রানি করবে—তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।”

বিশেষ নির্দেশনা:সকল প্রতিষ্ঠানকে একক ফি তালিকা অনুযায়ী সেবা প্রদান নিশ্চিত করতে হবে
মূল্য তালিকা স্পষ্টভাবে দৃশ্যমান স্থানে প্রদর্শন বাধ্যতামূলক,,সরকার নির্ধারিত RT-PCR ফি সর্বোচ্চ ৪৫০০ টাকা,,প্রতিটি প্রতিষ্ঠানে পর্যবেক্ষণ জোরদার করবে স্বাস্থ্য বিভাগ

সাধারণ জনগণকে অনুরোধ করা হচ্ছে, কোন ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতালে পরীক্ষার নামে অতিরিক্ত টাকা দাবি করা হলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বিভাগে অভিযোগ জানানোর জন্য বলা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট