1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্দোলনের ত্যাগীদের মূল্যায়ন না হলে লজ্জা ছাড়া কিছু থাকবে না: মোস্তাক আহমেদ খাঁন ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসস পাঁচলাইশ থানার বর্ণাঢ্য র‍্যালি রাঙ্গামাটি দারুল উলূম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও উপহার বিতরণ অনুষ্ঠিত সীতাকুণ্ড জান্নাতুল বানাত হিফয মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সুকণ্ঠ সংগীত বিদ্যার্থী পরিষদ বাংলাদেশ’র অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে নবীন- প্রবীণনের প্রতিদন্ধিতাঃ রাজনীতির মেরুকরণ চট্টগ্রামে ত্রিমুখী র‌্যাব-৭ এর অভিযান—গুলির পর্দা ফাঁস,অস্ত্রসহ ছয় সন্ত্রাসী গ্রেফতার সীতাকুণ্ডে মালবাহী ট্রেন বগি লাইনচ্যুত চট্টগ্রাম হা‌লিশহ‌রে ছুরিকাঘাতে যুবক খুন জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ধানের শীষ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ

নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হবে: চসিক মেয়র

  • সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১১৯ পঠিত

আমিনুল হক রিপন, চট্টগ্রামঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটাতে হবে। শুধু পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষার্থীদের ভালো মানুষ, সুশিক্ষিত ও মানবিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শুক্রবার সন্দ্বীপের নুরুল মোস্তফা ফাউন্ডেশনের আয়োজনে ২০২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, “শুধু ভালো ফলাফলের দিকে মনোযোগ দিলেই হবে না, বরং শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এখন শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু ভালো মানুষের অভাব রয়েছে—আমাদের সেই অভাব পূরণ করতে হবে।”
তিনি আরও বলেন, “যদি একজন ডাক্তার উচ্চশিক্ষিত হয়েও দরিদ্রদের চিকিৎসা না করে, তবে তার শিক্ষার কোনো মূল্য নেই। একইভাবে একজন শিক্ষক মেধাবী দরিদ্র শিক্ষার্থীকে পড়ানোর সুযোগ না পেলে তার অর্জিত শিক্ষা সমাজে তেমন উপকার বয়ে আনবে না।”
কিশোর গ্যাং, মাদকাসক্তি ও ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সমাজের সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপরও জোর দেন মেয়র। তিনি স্কুলে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা এবং অনুপস্থিতির সঠিক কারণ অনুসন্ধানের নির্দেশনা দেন।
শিক্ষার্থীদের দেশগঠনের আহ্বান জানিয়ে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া সবসময় তরুণ প্রজন্মকে দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দিয়েছেন। তাঁর আদর্শ ও ত্যাগ থেকে শিক্ষা নিয়ে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আগামী দিনের বাংলাদেশ হবে আজকের শিক্ষার্থীদের হাতে, তাই তাদেরকে জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ করে গড়ে তোলাই আমাদের দায়িত্ব।”

অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নুরুল মোস্তফার সভাপতিত্বে উপজেলা যুবদলের আহ্বায়ক নিঝুম খানের সঞ্চালনায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মো. আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশাররফ হোসেন দিদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সাখাওয়াত হোসেন শাহীন হায়াতসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্যাপশন:
সন্দ্বীপে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট