এক টুকরো ভূখণ্ড চাই
উত্তম কে. বড়ুয়া
বাসযোগ্য এক টুকরো যদি ভূখন্ড পাই!
তাহলে কখনো অযাচিত বিপ্লব করো না,
শান্তির বিপক্ষে মাথা নত করবো না।
বাসযোগ্য এক টুকরো যদি ভূখণ্ড পাই!
প্রত্যেক মানুষ মৌলিক চাহিদার গ্যারান্টি পাবে,
সাধারণ মানুষ আত্মতৃপ্তির ঢেঁকুর তুলবে।
বাসযোগ্য এক টুকরো যদি ভূখন্ড পাই!
কৃষক শ্রমিক মেহনতী মানুষেরা কাজে নেমে পড়বে,
তারা ফসল ফলাবে কারখানায় উৎপাদন বাড়াবে।
বাসযোগ্য এক টুকরো যদি ভূখণ্ড পাই!
নারী পুরষে সবাই সমতা নিয়ে চলবে
একজন অপরজনের প্রতি অভিযোগ করা বন্ধ করবে।
বাসযোগ্য এক টুকরো যদি ভূখণ্ড পাই!
নিজের ধর্মের প্রতি বিশ্বাস রেখে, পড়শির ধর্মের ধারণা রাখবে, অন্ধবিশ্বাস কুসংস্কার বিসর্জন দিয়ে মানুষ হয়ে থাকবে।
বাসযোগ্য এক টুকরো যদি ভূখণ্ড পাই!
সেখানে আগামী দিনের শিশুরা হেসে খেলে বড় হবে,
এবং সময়ে সাথে তাল মিলিয়ে নিত্য নতুন কিছু শিখবে।
বাসযোগ্য এক টুকুরো যদি ভূখণ্ড পাই!
ওখানে মানুষ নামে জানোয়ারদের বসবাসের যোগ্যতা হারাবে
এবং সবাই মানবতা ও নৈতিকতার জয়গান নিয়ে বাঁচবে।
Leave a Reply