1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডে ওয়াজ মাহফিলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও চিকিৎসা সেবা দিয়েছে আদর্শ ছাত্র ও যুব সমাজ। লায়ন্স ক্লাব অফ চিটাগং ইউনাইটেড স্টারস, লিজেন্ড ও মেট্রোপোলিটনের উদ্যোগে পটিয়ার কুসুমপুরায় বহুমুখী সেবা কার্যক্রম অনুষ্ঠিত। কলেজ ছাত্রকে বলাৎকারের অভিযোগে ইউনিয়ন বিএনপির সদস্য মাসুদ গ্রেপ্তার ভজঘট পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থনীতিতে মালদ্বীপে বাংলাদেশের তরুণ শিক্ষানবিশ আইনজীবী অর্ক রায় আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত “শিক্ষা বিস্তার ও সমাজ সেবায় বিশেষ অবদান” পটিয়ার এক জনদরদীর নাম মীর আবুল হোসেন মাষ্টার। সীতাকুন্ডে ভ্রাম্যমান আদালতের অভিযান,২০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে হাওলা কুতুবিয়ায় ফাতেহা-এ ইয়াজদাহুম উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ কাঠ জব্দ আলী শাহ পাড়ায় উঠান বৈঠক — ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

এপেক্স ক্লাব অব পটিয়ার স্পন্সরে এপেক্স ক্লাব অব সাতকানিয়া উদ্বোধন।

  • সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৭৯ পঠিত

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব সাতকানিয়া উদ্বোধন করা হয়েছে।
এপেক্স বাংলাদেশের জেলা-০৩ এর অধীনে এপেক্স ক্লাব অব পটিয়ার স্পন্সরে গঠিত এপেক্স ক্লাব অব সাতকানিয়া (ইউসি) এর নতুন কমিটিতে মোঃ আবছার উদ্দিন সভাপতি ও ইসমাইল মোহাম্মদ রাশেদকে সেক্রেটারি অ্যান্ড ডিনার নোটিশ এডিটর ঘোষণা করে এ কমিটি গঠন করা হয়।

ক্লাবের উদ্বোধন উপলক্ষ্যে গত শুক্রবার ৩ অক্টোবর বিকেলে বান্দরবানের স্বনামধন্য হোটেল পর্যটন মোটেল এ এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপেক্সিয়ান মোঃ আলমগীর আলম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সভাপতি এপেক্সিয়ান অ্যাডভোকেট মোঃ মনিরুল ইসলাম পান্না, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে.নাসিম আহমেদ,ন্যাশনাল এনআইআরডি এপে.শুপঙ্কর বড়ুয়া, এনওয়াইসিডি এপে. মোঃ শরীফ ভূঁইয়া, এনএসডি এপে. ডাঃ হিমেল শাহা, এনএডি এপে.মোহাম্মদ আদনান হোসেন অনি, এনইডি এপে.মোহাম্মদ সুমন হোসেন তালুকদার, জেলা -৩ গভর্নর সৈয়দ মিয়া হাসান, আইপিএনএসডি এপে. মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, পিএনএসডি এপে. এসকে দত্ত অনুপ, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন ও মোঃ লিয়াকত আলী,
জেলা ২ এর গভর্নর এপে.বশির আহমমদ সুফি মনি, জেলা -৪ এর গভর্নর মোশারফ হোসেন, জেলা গভর্নর কামরুল ইসলাম, জেলা গভর্নর কুতুব উদ্দিন আলো, জেলা ৩ এর সেক্রেটারি এপে. মোঃ আরিফ খান, জেলা ৩ এর এডিটর এপে. মোহাম্মাদ আবু সাঈদ তালুকদার খোকন, ন্যাশনাল ট্রেজারার মনিরুল ইসলাম জীবন,এপে.মোজ্জামেল হক,এপে. জসীম উদ্দিন,এস এম আবু হেনা,ইব্রাহিম তালুকদার, জহির উদ্দিন, মো: আরিফসহ অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।
এতে বক্তারা বলেন এপেক্স বাংলাদেশ এগিয়ে চলছে দূর্বার গতিতে মানুষের পাশে থাকার মাধ্যমে সারাদেশে আজ মানবতার কাজ এগিয়ে চলছে, এপেক্স ক্লাব অব পটিয়া ব্যাতিক্রম কাজ করে ইতোমধ্যে ব্যাপক সফলতা অর্জন করেছেন সাতকানিয়া ক্লাবও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার মাধ্যমে এগিয়ে যাবে সে প্রত্যাশা রাখছি।
পরে কেক কাটার মাধ্যমে জাতীয় নেতৃবৃন্দ শুভ উদ্বোধন করেন এপেক্স ক্লাব অব সাতকানিয়া।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট