আনোয়ার হোসেন বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মাস্টার পাড়া সংলগ্ন কাঁচালং নদীতে অভিযান চালিয়ে অবৈধ গোল কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন
আজ ০৯ অক্টোবর ২০২৫ তারিখে গোপন তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল বাঘাইছড়ি উপজেলার মাষ্টারপাড়া সংলগ্ন কাচালং নদীতে অভিযান পরিচালনা করে।
অভিযানে পানির নিচে চোরাচালানের উদ্দেশ্যে লুকিয়ে রাখা গর্জন, কছগাছ ও বাদিগাছসহ মোট ২০১.১৮ ঘনফুট অবৈধ কাঠ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাঠের বাজারমূল্য আনুমানিক ৪,০২,৩৬০ টাকা।
ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান জানান “চোরাচালান প্রতিরোধে মারিশ্যা জোনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
Leave a Reply